আজকাল ওয়েবডেস্ক: পিসিবি হাইব্রিড মডেল মেনে নিক। তবেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা সম্ভব হবে। এমনটাই মনে করছে আইসিসি। কারণ ভারত জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। বিসিসিআই হাইব্রিড মডেলের কথা জানিয়েছে। সেক্ষেত্রে ভারত খেলতে চায় দুবাইয়ে। আর এখানেই পিসিবির তীব্র আপত্তি। কোনওভাবেই তারা মেনে নিতে রাজি নয়।
সূত্রের খবর, পাকিস্তানকে টাকার লোভ দেখিয়ে রাজি করাতে চাইছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য নির্দিষ্ট টাকার বাইরেও আরও বেশি টাকা দিতে রাজি আইসিসি। এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেনি আইসিসি। এই পরিস্থিতিতে আইসিসি মঙ্গলবারই কার্যকরী কমিটির বৈঠকে বসছে। আইসিসির এক কর্তা বলেছেন, ‘হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করতে রাজি নয় পিসিবি। তাই পিসিবিকে আরও বেশি টাকা দেওয়ার কথা বলা হয়েছে।’
সূত্রের খবর, পাকিস্তানকে বলা হয়েছে ভারতের দাবি মেনে নিতে। সেক্ষেত্রে ভারত সব ম্যাচ খেলুক দুবাইয়ে। আর ভারত ফাইনালে উঠবে অনুষ্ঠিত হোক দুবাইয়ে। এর জন্য পাকিস্তানকে বাড়তি ইনসেনটিভ দেওয়ার কথাও বলা হয়েছে। যদিও সূত্রের খবর, আইসিসির এই দাবি নাকি এখনও পিসিবি মেনে নেয়নি।
সূত্রের খবর, পিসিবি জানিয়েছে, হাইব্রিড মডেল যদিও বা মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে ভারত–পাক গ্রুপ পর্বের ম্যাচ ও দুই দল ফাইনালে উঠলে দুটো ম্যাচই করতে হবে লাহোরে। আইসিসি সূত্রের খবর, এই দাবি মেনে নেবে না বিসিসিআই। তারা দুবাইয়েই খেলতে চায়। এমনকী সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও ভারত খেলতে চাইবে দুবাইয়ে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি বলে জানা গেছে।
