আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্তবর্তী উত্তেজনার কারণে আসন্ন ট্রাই সিরিজে আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে, আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ। এই পরিস্থিতিতে বিকল্প পরিকল্পনা তৈরিতে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় এই সিরিজে অংশ নেওয়ার কথা পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। 

সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ইতিমধ্যেই আইসিসিকে অনুরোধ করেছেন বিকল্প পরিকল্পনা তৈরি করতে, কারণ তিনি যেকোনও পরিস্থিতিতে সিরিজটি অনুষ্ঠিত করতে চান।’

এর পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে, যা ত্রিদেশীয় সিরিজের আগে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, জানুয়ারির শুরুতে আবারও দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে দ্রুত আয়োজিত আরেকটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে, যা অনুষ্ঠিত হতে পারে ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত কলম্বোতে।

তবে এই সিরিজ পিসিবিকে বিব্রত অবস্থায় ফেলতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে। কারণ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে সাইন করানো হয়েছে এই নিশ্চয়তা দিয়ে যে তারা পুরো মরশুমে খেলার জন্য পিসিবির তরফে ছাড়পত্র পাবেন।

ডিসেম্বর ও জানুয়ারিতে নির্ধারিত ওই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হারিস রউফ, হাসান আলি ও হাসান খানের। বাবর, রিজওয়ান ও শাহিন এই প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে নামবেন।

সূত্র জানিয়েছে, ‘যদি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি চূড়ান্ত হয়, তাহলে হয় পাকিস্তান দলকে এই তারকা খেলোয়াড়দের ছাড়া খেলতে হবে, নয়তো তাদের এনওসির মেয়াদ নতুন করে বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে মতভেদ তৈরি হতে পারে।’

সম্প্রতি পিসিবি বিভিন্ন বিদেশি লিগে খেলার জন্য দেওয়া সব এনওসি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছিল। এরপরই ক্রিকেট অস্ট্রেলিয়া পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা শুরু করে। আরও একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা পিসিবিকে জানিয়েছেন, তাদের দলগুলো ইতিমধ্যেই পাকিস্তানি খেলোয়াড়দের ঘিরে কোটি টাকার প্রচার চালিয়ে ফেলেছে।

এই অবস্থায় তাদের অংশগ্রহণ ঘিরে যেন কোনও অনিশ্চয়তা তৈরি না করা হয়। এদিকে, সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল লিগ টিম ডেজার্ট ভাইপার্স এই মরশুমে তিনজন পাকিস্তানি ক্রিকেটারকে সই করিয়েছে। উল্লেখযোগ্যভাবে, আগামী জানুয়ারিতেই পাকিস্তানের একমাত্র বড় সীমিত ওভারের সিরিজ রয়েছে। সেই সময় অস্ট্রেলিয়া পাক সফরে এসে তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।