আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলেও সেই ট্রফি ভারতের হাতে তুলে দেননি মহসিন নকভি। তা নিয়ে কম কালি খরচ হয়নি। বিতর্কও চলেছে। এসিসি প্রেসিডেন্ট মহসিন নকভিকে দেখা গেল পাক লেগ স্পিনার আবরার আহমেদের বিয়েতে। করাচিতে অনুষ্ঠিত হয়েছে আবরার আহমেদের বিয়ে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আবরার আহমেদের বিয়েতে উপস্থিত হয়েছেন মহসিন নকভি।
এশিয়া কাপ জেতার পর ভারতের ট্রফি নিয়ে পালিয়েছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, তিনি দেখেছেন নকভি ট্রফি নিয়ে পালাচ্ছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব সইকিয়াও জানিয়েছেন, আইসিসি-র পরবর্তী সম্মেলনে নকভির বিরুদ্ধে তারা নালিশ জানাবেন।
আরও পড়ুন: এশিয়া কাপ শেষ হয়েও হয়নি শেষ, নকভিকে একহাত নিলেন ভাজ্জি
নকভিকে নিয়ে ভারতীয়দের মনে যতই অসন্তোষ থাকুক না কেন, নিজের দেশে তিনি এখন বীরের সম্মান পাচ্ছেন। ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাকে। 'নৈতিক ও সাহসী’ পদক্ষেপের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন মহসিন নকভি।
ট্রফি নিয়ে নকভির পালিয়ে যাওয়া প্রসঙ্গে প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া মুখ খুলেছেন। তিনি বলছেন, ''আমার মনে হয়, যখন তিনি জানতেন... তিনি চেয়ারম্যান, তিনি এসিসি চেয়ারম্যান, তিনি পিসিবি চেয়ারম্যান এবং তিনি একজন মন্ত্রী, পাকিস্তানে বিরাট পদে তিনি। যখন তিনি জানতেন যে ভারতীয় দল পাকিস্তান দলের সঙ্গে করমর্দন করেনি.. মিডিয়ায় প্রচারিত হচ্ছিল যে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবে না ভারত... তাই তার উচিত ছিল এসিসির কোনও কর্মকর্তা বা পাকিস্তান সরকারের অংশ নন এমন পিসিবি-র কাউকে পাঠানো উচিত ছিল।''
এশিয়া কাপে কম বিতর্ক হয়নি। তিন-তিনটি ম্যাচে পাকিস্তান হার মেনেছে ভারতের কাছে।
PCB chairman Mohsin Naqvi along with Pakistan team players are attending Abrar Ahmed's valima reception.#Cricket | #Pakistan | #MohsinNaqvi | #AbrarAhmed | #ShaheenAfridi | #FaheemAshraf | #AsadShafiq | #Karachi pic.twitter.com/R9T0G4bWTp
— Khel Shel (@khelshel)Tweet by @khelshel
এর মধ্যে রয়েছে ফাইনালও। হয়েছে হ্যান্ডশেক বিতর্ক। ফাইনালের আগে ফটোশুটে দেখা যায়নি দুই দলের ক্যাপ্টেনকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই। ভারত চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করে। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেন। সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক।
টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।
আরও পড়ুন: তিন ফরম্যাটের দায়িত্বে গিল? প্রাক্তন ক্রিকেটার কিন্তু নাম নিলেন এই ক্রিকেটারের, কে তিনি? ...
