আজকাল ওয়েবডেস্ক: নিউ জিল্যান্ড-বাংলাদেশ ম্যাচে রাওয়ালপিণ্ডির মাঠে ঢুকে পড়েছিলেন এক পাক সমর্থক। তেহরিক ই লাববায়েকের নেতা সাদ রিজভির ছবি নিয়ে রাচীন রবীন্দ্রকে জড়িয়ে ধরেছিলেন। সেই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। কোনও ক্রিকেট মাঠে তাঁর আর প্রবেশাধিকার নেই। তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে একথাই জানানো হয়েছে। 

ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে। এবার পাকিস্তানের মাঠে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই নিরাপত্তার ব্যাপারটা সবার আগে পিসিবি-র। জানা গিয়েছে, সেই পাক সমর্থককে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানের কোনও ক্রিকেট মাঠেই তিনি আর ঢুকতে পারবেন না। 

পিসিবি-র তরফ থেকে জানানো হয়, ''নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই কারণে আমরা স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি, যারা মাঠের চারপাশে নিরাপত্তা কর্মীদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে।'' 

এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না হয়, তা নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে পিসিবি। নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পরিকল্পনা করা হচ্ছে।