আজকাল ওয়েবডেস্ক: আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন বিতর্ক। চারদিন হয়েছে আইসিসির মার্কি টুর্নামেন্ট শুরু হয়েছে। তারমধ্যে দুটো বিতর্কিত সৃষ্টি। যত কাণ্ড ভারতকে নিয়ে, বা ভারতীয় দল সংক্রান্ত। ভারত-বাংলাদেশ ম্যাচের সম্প্রচারের সময় লোগোয় পাকিস্তানের নাম না থাকায় অসন্তুষ্ট হয়েছিল পিসিবি। যার একদিন কাটতে না কাটতেই আবার জাতীয় সঙ্গীত বিতর্ক। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে লাহোরে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। যা নিয়ে বর্তমানে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এই ঘটনার জন্য আইসিসিকে দায়ী করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে এই ভুলের জন্য লিখিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে। ম্যাচের আগে দুটো টিম যখন লাইন আপ করে দাঁড়িয়ে, তখন এই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতের বদলে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত 'জন গণ মন'। তবে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে, এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে আইসিসির গভার্নিং বডিকে চিঠি দিয়েছে পিসিবি। আইসিসির ঘনিষ্ঠ এক সূত্র জানান, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলগুলোর জাতীয় সঙ্গীত বাজানোর দায়িত্ব আইসিসির লোকের ওপর থাকে। তাই আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি। পাকিস্তানে খেলছে না ভারত। তাই বোঝা যাচ্ছে না ভুলবশত প্লেলিস্ট থেকে তাঁদের জাতীয় সঙ্গীত কীভাবে বাজানো হল।'
চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে বিতর্ক লেগেই রয়েছে। এর আগে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে প্রথম বিতর্কের সূত্রপাত। দুই বোর্ড সংঘাতে জড়িয়ে পড়ে। তারপর ভারতের জার্সিতে পাকিস্তানের লোগো না রাখা নিয়ে দ্বিতীয় বিতর্কের ঝড় ওঠে। বিসিসিআই জানায়, ভারত নিজেদের সমস্ত ম্যাচ দুবাইয়ে খেলায় জার্সিতে পাকিস্তানের নাম রাখা হয়নি। এই যুক্তি মেনে নেয়নি আইসিসি। ২০২১ টি-২০ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে জানানো হয়, সব দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। ২০২১ টি-২০ বিশ্বকাপ কোভিডের জন্য দুবাইয়ে হলেও আয়োজক দেশ হিসেবে বাবরদের জার্সিতে নাম ছিল ভারতের। টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোগো বিতর্ক। এখানেই শেষ নয়। পাকিস্তানে না থেকেও রইল ভারত। লাহোরের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীত বাজা নিয়ে শুরু নতুন বিতর্ক।
