আজকাল ওয়েবডেস্ক: রবিবার সমাপ্ত হল ভারতের প্যারিস প্যারা অলিম্পিক যাত্রা। চলতি প্যারিস প্যারালিম্পিকে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়াল ২৯। এর মধ্যে রয়েছে সাতটি সোনা, নয়টি রূপো, ১৩টি ব্রোঞ্জ পদক। দেশের জন্য সবথেকে সফলতম প্যারা অলিম্পিক গেল প্যারিসে। চিন, ব্রিটেন, আমেরিকার মত দেশকে হারিয়ে সোনার পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।
২৯টি পদক নিয়ে পদক তালিকায় ভারতের স্থান ১৮। প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিল পাকিস্তান। কিন্তু প্যারা অলিম্পিক একেবারেই ভাল গেল না ভারতের চিরপ্রতিদ্বন্দ্বীর জন্য। একটি মাত্র ব্রোঞ্জ পদক নিয়ে ৭৯ নম্বরে শেষ করেছে পাকিস্তান। তবে ভারতের ফলাফল দুর্দান্ত। বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে প্যারিস প্যারা গেমস শেষ করতে সুইজারল্যান্ড, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, আর্জেন্টিনা ইত্যাদির মত প্রথম সারির দেশগুলিকে হারিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা।
ভারত ছাড়া চিন, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালির মত হেভিওয়েট দেশগুলি ভাল ফল করেছে। টোকিওর থেকে প্যারিসে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়ে, পরবর্তী লস অ্যাঞ্জেলেসের প্যারা গেমসে আরও ভাল প্রদর্শন করতে আগ্রহী ভারত। শনিবার ভারতের হয়ে প্যারিস প্যারা অলিম্পিক গেমসের ২৯তম পদক এনেছিলেন নভদীপ সিং। পুরুষদের জ্যাভলিনে F41 বিভাগে সোনার পদক জেতেন তিনি। রবিবারে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার কথা ছিল পূজা ওঝার। কিন্তু যোগ্যতা অর্জন পড়বে ছিটকে যাওয়ায় শেষ হল ভারতের প্যারা অলিম্পিক অভিযান।
