আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বছর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারে ভারত। ইডেনে প্রথম টেস্ট চলাকালীন একটি বিতর্কের সৃষ্টি হয়। তেম্বা বাভুমাকে 'বেঁটে বামন' বলেন ঋষভ পন্থ এবং যশপ্রীত বুমরা। মুখে কিছু না বললেও, তার জবাব ব্যাটে দেন প্রোটিয়া অধিনায়ক। তাঁর ব্যাটে ভর করেই সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা। এবার সেই নিয়ে মুখ খুললেন বাভুমা। জানান, বিতর্কিত মন্তব্য করার জন্য ক্ষমাপ্রার্থী হন পন্থ এবং বুমরা। ঘটনাটি প্রথম টেস্টের প্রথমদিন ঘটে। বুমরা মনে করেন বাভুমাকে এলবিডব্লু করতে সক্ষম হয়েছেন। অনফিল্ড আম্পায়ার আবেদনে কর্ণপাত করেনি। রিভিউ নেওয়া নিয়ে পন্থের সঙ্গে আলোচনা করেন তারকা পেসার। স্ট্যাম্প মাইক্রোফোনে তাঁদের কথোপকথন ভাইরাল হয়ে যায়। বাভুমাকে 'বাউনা' বলে সম্বোধন করেন বুমরা। এই শব্দটি সাধারণত বেঁটে বামনদের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতার প্রায় একমাস পর এই বিষয়ে মুখ খুললেন বাভুমা। জানান, প্রাথমিকভাবে এই মন্তব্য সম্বন্ধে অবগত ছিলেন না তিনি। পরে তাঁর দলের মিডিয়া ম্যানেজারের থেকে গোটা বিষয়টি জানেন। সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের একটি কলমে বাভুমা বলেন, 'আমি জানি আমাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছিল। নিজেদের ভাষায় ওরা আমার উদ্দেশে কোনও মন্তব্য করে। দিনের শেষে দু'জন সিনিয়র প্লেয়ার ঋষভ পন্থ এবং যশপ্রীত বুমরা আমার কাছে এসে ক্ষমা চায়।' দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দাবি করেন, সেই সময় কিছুই জানতেন না তিনি। তাই হকচকিয়ে যান। পরে সেটা জানতে পারেন। বাভুমা বলেন, 'ওরা যখন ক্ষমা চায়, আমি কিছুই বুঝতে পারিনি। অন্ধকারে ছিলাম। আমি তখনও সেই বিষয়ে কিছু শুনিনি। তাই আমাদের মিডিয়া ম্যানেজারকে জিজ্ঞেস করি।'
তিনি মনে করেন, এলিট ক্রিকেটের অঙ্গ এগুলো। তবে পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, মাঠের কথাগুলো ভোলা যায় না। বাভুমা বলেন, 'মাঠে যা হয়, মাঠেই থাকে। কিন্তু কিছুই ভোলা যায় না। সেটাকে আমরা মোটিভেশন হিসেবে ব্যবহার করি। তবে কোনও ক্ষোভ নেই।' বাভুমা মেনে নেন এই ধরনের সিরিজে আবেগ অতিরিক্ত থাকা স্বাভাবিক। পাশাপাশি জানান, মাঠের বিতর্ক প্লেয়ারদের পারফরম্যান্সে প্রভাব ফেলে। মোটিভেশন বাড়িয়ে দেয়। বাভুমা বলেন, 'ভারতের বিরুদ্ধে সিরিজ সবসময় উত্তেজক হয়। তারমধ্যে কোনও বিতর্ক হলে, সেটা সবার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। প্লেয়ারদের মোটিভেশনও বাড়িয়ে দেয়।' তবে সবকিছুর পরে প্রোটিয়া অধিনায়ক জানিয়ে দেন, দুই দলের প্লেয়ারদের মধ্যে সম্মান অক্ষুন্ন রয়েছে।
