আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান ও ওমান। নিরাপত্তার কারণ দেখিয়ে এশিয়া কাপ খেলছে না পাকিস্তান। এই দুই দেশ নাম তুলে নেওয়ায় বাংলাদেশ ও কাজাখস্তানকে স্বাগত জানানো হল টুর্নামেন্টে।
হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে নিশ্চিত করে জানান, নিরাপত্তার কারণ দর্শিয়ে পাকিস্তান নিজেদের সরিয়ে নিয়েছে টুর্নামেন্ট থেকে। দিলীপ তিরকে সংবাদ সংস্থাকে বলেছেন, ''এশিয়ান হকিতে এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান আসছে না এই টুর্নামেন্ট খেলতে। সরকারের সঙ্গে ব্যক্তিগত কারণের জন্য ওমানও দল পাঠাচ্ছে না।''
আরও পড়ুন: ডার্বি জয়ের পর পদস্খলন, ডুরান্ড থেকে বিদায় ইস্টবেঙ্গলের, ইতিহাসে ডায়মন্ড হারবার ...
তিরকে আরও জানান, এশিয়া কাপে খেলছে না পাকিস্তান। পাকিস্তান হকি ফেডারেশন দল পাঠাতে চাইছে না নিরাপত্তার কারণে। আমাদের তরফ থেকে কিছু বলা হয়নি। পাকিস্তান তিনবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ১৯৮২ থেকে ১৯৮৯-এর মধ্যে অনুষ্ঠিত এশিয়া কাপ তিনবার জিতে নিয়েছে তারা। বর্তমানে পাকিস্তান ১৫ নম্বরে। ওমান তিনবার অংশ নিয়েছে টুর্নামেন্টে। কখনও পঞ্চম, কখনও তারও নীচে শেষ করেছে।
পাকিস্তান ও ওমানের পরিবর্তে বাংলাদেশ ও কাজাখস্তান খেলবে। বিশ্ব ক্রমপর্যায়ে বাংলাদেশ ২৯ নম্বরে। কাজাখস্তান আরও পিছনে। বিশ্ব ক্রমপর্যায়ে ৮১ নম্বরে। ১৯৯৪-এর পর প্রথমবার এশিয়া কাপে অংশ নেবে কাজাখস্তান। এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। হরমনপ্রীত দলকে নেতৃত্ব দেবেন। টুর্নামেন্ট হবে রাজগীরে।
???????????????????? ???????????????????????? ????????! ????
— Hockey India (@TheHockeyIndia)
Presenting our Harmanpreet Singh-led team for the upcoming Hero Asia Cup Rajgir, Bihar 2025.#HockeyIndia #IndiaKaGame #HumSeHaiHockey pic.twitter.com/Jw8BXyTC7eTweet by @TheHockeyIndia
২৯ আগস্ট শুরু হবে টুর্নামেন্ট। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। চিনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। আটটি দলকে দুটি পুলে ভাগ করা হয়েছে। পুল এ-তে রয়েছে ভারত, চিন, জাপান ও কাজাখস্তান। পুল বি-তে রয়েছে মালয়েশিয়া, কোরিয়া, চাইনিজ তাইপে ও বাংলাদেশ। প্রতিটি পুলের দুটো সেরা দল সুপার ফোরে যাবে। সেখানে রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। দুটো সেরা দল ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন দল পরের বছরের হকি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পাবে।
এশিয়া কাপ হকি নিয়ে টালবাহানা চলল টুর্নামেন্টের বল গড়ানোর আগেই। কিন্তু এশিয়া কাপ ক্রিকেটে টুর্নামেন্ট খেলব না, এই মর্মে কেউ বক্তব্য পেশ করেনি। টুর্নামেন্টও হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। এশিয়া কাপ ক্রিকেট শুরু হওয়ার আগে যে বিষয়টা নিয়ে চর্চা বেশি হচ্ছে, তা হল ভারত-পাক ম্যাচ। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের সবথেকে উত্তেজক ম্যাচ। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের আরও অবনতি ঘটেছে। সেই কারণে বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার কিন্তু চান না এশিয়া কাপে ভারত মুখোমুখি হোক পাকিস্তানের। কেদার যাদবের মতো প্রাক্তন ক্রিকেটার আগেই বলে দিয়েছেন, এই ম্যাচ হবে না। এশিয়া কাপ হকি থেকে আগেই সরে দাঁড়াল পাকিস্তান।
Schedule for Asia Cup Men's Hockey in India announced | India, Japan, China, Kazakhstan in Pool A. Malaysia, Korea, Bangladesh and Chinese Taipei in Pool B. pic.twitter.com/AbPRu7ChLq
— ANI (@ANI)Tweet by @ANI
