আজকাল ওয়েবডেস্ক:‌ রোজার উপবাস রেখেছিলেন। তারপর নেমেছিলেন মাঠে। খেলতে খেলতেই লুটিয়ে পড়লেন। মাঠেই মৃত্যু হল পাক ক্রিকেটার জুনেইদ জাফর খানের। 


জানা গেছে, অ্যাডিলেডের মাঠে তীব্র গরমে অস্বস্তি হচ্ছিল এই ক্রিকেটারের। মাঠেই তিনি পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি জুনেইদকে। 
এই ঘটনায় চমকে গেছে গোটা ক্রিকেট বিশ্ব। এডিলেডের তাপমাত্রা ছিল ৪১.‌৭ ডিগ্রি। অত্যধিক গরমেই সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জুনেইদ।
১৫ মার্চ ঘটনাটি ঘটে ওভালের কনকর্ডিয়া কলেজে। স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ। খেলা চলছিল ওল্ড কনকর্ডিয়ানস ও প্রিন্স আলফ্রেড ওল্ড কলেজিয়ানসের। অতিরিক্ত গরমই মৃত্যুর কারণ বলে জানা গেছে।


দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও বাঁচানো যায়নি জুনেইদকে। ঘটনার পর খেলা বাতিল হয়ে যায়। পরের দিনের খেলাও বাতিল করা হয়েছে।


জানা গেছে, রোজার উপবাস রেখেছিলেন তিনি। খালি পেটে মাঠে নামাই কাল হল ক্রিকেটারটির। জুনেদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ক্লাব।