আজকাল ওয়েবডেস্ক: বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক লাফে পাক মহিলা ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়ল। ২০ জন মহিলা ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে পাক বোর্ড। তবে চুক্তিবদ্ধ হয়ে মহিলা ক্রিকেটাররা বার্ষিক কত টাকা পাবেন, সেই নিয়ে বোর্ডের তরফে কিছুই জানা যায়নি। ২০২৫ সালের ১ জুলাই থেকে নতুন চুক্তি কার্যকর হবে।
মহিলা ক্রিকেটের প্রসার এবং প্রতিভাবান ক্রিকেটারদের আকৃষ্ট করতে ফতিমা সানাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা। কেন্দ্রীয় চুক্তির সব বিভাগেই ৫০ শতাংশ করে বেতন বৃদ্ধি হচ্ছে। অনূর্ধ্ব–১৯ পর্যায়ের ক্রিকেটারদের উৎসাহিত করতে একটা নতুন বিভাগ তৈরি করা হয়েছে। তাঁরা থাকবেন কেন্দ্রীয় চুক্তির ‘ই’ ক্যাটাগরিতে। ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ সময়কালের জন্য মহিলা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মোট ২০ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় রেখেছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা।
অধিনায়ক ফতিমা ছাড়াও ‘এ’ ক্যাটাগরিতে আছেন মুনিবা আলি, সাদিয়া ইকবাল এবং সিদরা আমিন। ‘বি’ ক্যাটাগরিতে আছেন আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ এবং নাশরা সান্ধু। ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন শুধু রামিন শামিম। ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন সবচেয়ে বেশি ১০ জন ক্রিকেটার। নাম রয়েছে গুল ফিরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নওয়াজ, সৈয়দা আরুব শাহ, তুবা হাসান, উম্মে–ই–হানি এবং ওয়াহিদা আখতারের। নতুন তৈরি করা ‘ই’ ক্যাটাগরিতে নাম রয়েছে দুই উঠতি প্রতিভার। তাঁরা হলেন আইমান ফতিমা এবং শাওয়াল জুলফিকার। এই দু’জনই দেশের জার্সিতে অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলেছেন।
তবে কোন ক্যাটেগরিতে কত বেতন ধার্য করা হয়েছে সেই নিয়ে কিছুই জানায়নি পাক ক্রিকেট বোর্ড।। সূত্র মারফত জানা গিয়েছিল আগের বেতন কাঠামো অনুযায়ী, শীর্ষ ক্যাটাগরির মহিলা ক্রিকেটাররা প্রতি মাসে ১২০০০০ পাক রুপি পান। ভারতীয় মুদ্রায় তা ৫২ হাজার ৪৭ টাকা। এবার সেই অঙ্কটা দ্বিগুণ হতে চলেছে। অর্থাৎ এবার থেকে প্রত্যেক মাসে ভারতীয় মুদ্রায় এক লক্ষের কিছু বেশি টাকা বেতন পাবেন ফতিমারা। পরের ক্যাটাগরির ক্রিকেটাররা মাসিক বেতনে যথাক্রমে পাবেন ৮৩ হাজার ও ৬২ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়)।
আরও পড়ুন: নিজের দেশের কাছেই এখন তিনি ‘ভিলেন’, আর ভারতীয়দের কাছে পাচ্ছেন হিরোর সম্মান! কে তিনি জানুন ...
এটা ঘটনা, মাস ছয়েক আগে শোনা গিয়েছিল, প্লেয়ারদের প্রতি মাসে ৩৫ হাজার পাকিস্তানি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ মাত্র ১০ হাজার টাকা। অথচ পাকিস্তানে একজন অদক্ষ কর্মীর ন্যূনতম মাসিক আয় হওয়া উচিত ৩৭ হাজার পিকেআর। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১১,৪০০ টাকা। তবে এবার মহিলা ক্রিকেটারদের প্রতি যথাযোগ্য সম্মান দেওয়ার পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এদিকে, এশিয়া কাপ নিয়ে এখনও ডামাডোল অব্যাহত। সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে ভারত–পাক ম্যাচ হওয়ার কথা। কিন্তু সেই আদৌ হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। লেজেন্ডস লিগে যেভাবে যুবরাজরা পাকিস্তানের সঙ্গে খেলতে চাননি তাতে এশিয়া কাপে ভারত–পাক ম্যাচ নিয়েও জটিলতা বাড়ছে।
