আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তান সুপার লিগের ম্যাচ সরে গেল সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারত–পাক সংঘাতের আবহে এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের। 


পহেলগাঁও হামলার পর থেকেই দুই দেশের মধ্যে টেনশন চলছে। একের পর এক হামলা চলছে। এই আবহে ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে প্রতিযোগিতা দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পাক বোর্ডের পক্ষ থেকে এক্স হ‍্যান্ডলে বিবৃতিতে জানানো হয়েছে, পিএসএলের বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হল।


পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, ‘‌আমাদের বোর্ড সবসময় রাজনীতি আর খেলাকে আলাদা রাখতে চায়। কিন্তু ভারত ইচ্ছাকৃতভাবে পিএসএলকে ভেস্তে দিতে রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে আক্রমণ করেছে। তাই ঠিক করা হয়েছে, বাকি প্রতিযোগিতা আমিরশাহিতে হবে। যাতে দেশের এবং বিদেশের ক্রিকেটারেরা ভারতের হাত থেকে সুরক্ষিত থাকে।’‌


প্রসঙ্গত, ‘‌অপারেশন সিঁদুর’‌ এর পর দুই দেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার ভারতের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাওয়ালপিণ্ডি স্টেডিয়াম। রাত ৮টায় পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ হওয়ার কথা ছিল। যা বাতিল হয়ে যায়। পাকিস্তানে থাকা বিদেশি ক্রিকেটারদের অনেকেই বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেন। এরপরই পিসিবি তড়িঘড়ি টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।