আজকাল ওয়েবডেস্ক: সাহিবজাদা ফারহানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে নেটমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। সেই ভিডিওতে শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ, রোহিত শর্মা এবং সৈয়দ আনোয়ারের থেকে আহমেদ শেহজাদকে এগিয়ে রাখেন ফারহান। যা দেখে আঁতকে ওঠেন তাঁর দেশওয়ালি ভাইরা। সরাসরি কটাক্ষ করেন বসিত আলি এবং কামরান আকমল। সাহিবজাদার এই দাবি শুনে চক্ষু চড়কগাছ বসিতের। অন্যদিকে হাসি থামাতে পারেননি কামরান। ইউ টিউব চ্যানেলে হাত জোড় করে বসিত বলেন, 'এটা ভুয়ো। একশো শতাংশ ভুয়ো। সাহিবজাদা ফারহান পাগল হয়ে যায়নি যে সে শচীন তেন্ডুলকরের বদলে আহমেদ শেহজাদকে বেছে নেবে। এই বিষয়ে আলোচনা বন্ধ করার অনুরোধ জানাই।'
বসিত আরও বলেন, সাহিবজাদার সঙ্গে দেখা হলে, প্রথমেই তিনি এর ব্যাখ্যা চাইবেন। একইসঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের এই ঔদ্ধত্যের জন্য ক্ষমাপ্রার্থী হন বসিত এবং কামরান। বসিত বলেন, 'আমি আপনাদের সবাইকে প্রতিজ্ঞা করছি, আমার সাহিবজাদার সঙ্গে দেখা হলেই জিজ্ঞেস করব, এটা বলার সময় ও সজ্ঞানে ছিল কিনা। কেউ যদি এই প্রসঙ্গে প্রশ্ন তোলে, বলবেন, বসিত আলি এবং কামরান আকমল এর জন্য ক্ষমা চেয়ে নিয়েছে।' কামরান বলেন, 'সাহিবজাদার এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।'
ভিডিও দেখে হাসিতে লুটিয়ে পড়েন কামরান। পাকিস্তানের তারকার এই দাবিতে অবাক তিনি। কামরান বলেন, 'ও একজন ক্রিকেটার, ওর ভেবে কথা বলা উচিত। ও নিজের পছন্দের কথা জানিয়েছে। তবে আহমেদ শেহজাদ শচীন তেন্ডুলকর এবং সৈয়দ আনোয়ারের থেকে ভাল, সেটা বলা উচিত হয়নি। ও এমন ভাবতেই পারে, তবে আরও ভালভাবে এর ব্যাখ্যা করা উচিত ছিল।' পাকিস্তানের টি-২০ দলে ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন সাহিবজাদা। আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে আছেন তিনি। দেশের হয়ে ৩৭টি টি-২০ ম্যাচে তাঁর নামের পাশে ৯১৭ রান। আটটি অর্ধশতরান রয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তাঁর গড় ২৫। টেস্ট এবং একদিনের ক্রিকেটে এখনও হাতেখড়ি হয়নি। আসন্ন বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার জন্য ১ জানুয়ারি ডেডলাইন ছিল আইসিসির। তারমধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে আইসিসির অনুমতি ছাড়া ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন করা যাবে। তারপর দলে কোনও পরিবর্তন করতে হলে আইসিসির টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটির ক্লিয়ারেন্স লাগবে।
