আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস তৈরি করেছেন পাক স্পিনার নোমান আলি। ৩৮ বছর বয়সে প্রথম পাক স্পিনার হিসেবে করেছেন হ্যাটট্রিক। যদিও টেস্ট হেরে গিয়েছে পাকিস্তান। এর আগে পাকিস্তানের হয়ে যারা টেস্টে হ্যাটট্রিক করেছিলেন তারা প্রত্যেকেই স্পিনার।
তিনি টেস্টের ইতিহাসে দ্বিতীয় স্পিনার যিনি টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের খেলায় হ্যাটট্রিক করেছেন। এর আগে এই কৃতিত্ব ছিল ১৮৮৩ সালে অস্ট্রেলিয়ার বিলি বেটসের। পাশাপাশি দ্বিতীয় বয়স্ক স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেছেন নোমান আলি। তিনি হ্যাটট্রিক করেছেন ৩৮ বছর ১৩৯ দিন বয়সে। তার আগে আছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। তিনি ৩৮ বছর ১১০ দিন বয়সে শতরান করেছিলেন।
প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্ট জিতেছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় টেস্ট ১২০ রানে জিতে নিয়েছে ক্যারিবিয়ানরা। তিন দিনেই খেলা শেষ হয়ে গিয়েছে।
