আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড
গড়লেন পাক তারকা বাবর আজম। রান সংগ্রহের দিক থেকে তিনি সবার উপরে।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাবর আজম ১০৩ ইনিংস ব্যাট করে ৩টি সেঞ্চুরি আর ৩৬টি অর্ধ শতরানে ৪,২৩৪ রান করেন।
তিনি ছাপিয়ে যান রোহিতকেও। শুক্রবার লাহোরে অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ৯ রান করতেই হিটম্যানকে টপকে বাবর হয়ে যান টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রোটিয়া-ব্রিগেডকে হারায় পাকিস্তান। বাবর করেন অপরাজিত ১১ রান। পরিবর্তিত পরিস্থিতিতে বাবর আজমের পরেই রয়েছেন রোহিত। ভারতের তারকার ঝুলিতে ৪, ২৩১ রান। তৃতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয়। বিরাট কোহলির সংগ্রহে ৪, ১৮৮ রান।
টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার জন্য বাবর আজমকে পরামর্শ দিয়েছিলেন কোচ মাইক হেসন। স্ট্রাইক রেট উন্নতি করার কথা বলেছিলেন পাক কোচ। কিন্তু বাবর আজম স্ট্রাইক রেটের বিশেষ কোনও উন্নতি না ঘটিয়েও দলে ডাক পান। টপ অর্ডারে বাকিদের ব্যর্থতার জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাকা হয় বাবর আজমকে।
কোন পজিশনে খেলবেন বাবর আজম? কোচ মাইক হেসন আগেই জানিয়েছেন তারকা ব্যাটার তিন নম্বরে খেলবেন। কিন্তু তিন নম্বরে নেমেও বাবর আজমের ব্যাট কথা বলল না। খাতা না খুলেই ফিরলেন তিনি। ফলে একটা ব্যাপারে তাঁর সঙ্গে এক বিন্দুতে থাকবেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। কোহলি প্রত্য়াবর্তনের ওয়ানডেতে করেন শূন্য। উইলিয়ামসনও তাই। এবার বাবার আজমও শূন্য রানে ফিরলেন। আরক তার পরে বাবরের দিকে ধেয়ে এল কটাক্ষ। বাবর ফিরে যেতেই প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের আশা শেষ হয়ে যায়। সেই বাবর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে রান না পেলেও সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন।
