আজকাল ওয়েবডেস্ক: নিউ জিল্যান্ডে গিয়ে ভরাডুবি ঘটেছে পাকিস্তানের। তার আগে ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিধ্বস্ত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির অব্যবহিত পরেই নিউ জিল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা কাটিয়ে উঠে নতুন করে শুরু করতে চেয়েছিল পাকিস্তান। দলে পরিবর্তন আনা হয়েছিল। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে ছাড়াই টি-টোয়েন্টির দল সাজানো হয়েছিল। কিন্তু কিউয়িদের মাঠে গিয়ে পরিস্থিতি এতটুকু বদলায়নি।
টি-টোয়েন্টি ফরম্যাটে হার স্বীকার করেছে। ওয়ানডেতেও তাই। পাকিস্তানের এই দুর্দশার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে স্থির করেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। নামপ্রকাশে অনিচ্ছুক পিসিবি-র এক কর্তা বলেছেন, ''পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবে রিজওয়ান। টি-টোয়েন্টি দল থেকে তাঁকে কেন বাদ পড়তে হল, সেই প্রসঙ্গে জানতে চাইবেন মহসিন নকভির কাছে।''
সূত্রের খবর, পাক কোচ আকিব জাভেদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়েছিলেন রিজওয়ান। দল নির্বাচন নিয়েই ছিল দুই ব্যক্তিত্বের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল।
জানা গিয়েছে, দল নির্বাচনের ক্ষেত্রে পূর্ণ ক্ষমতা চেয়েছেন রিজওয়ান। তাঁর দাবি যদি মানা না হয়, তাহলে ওয়ানডে-র নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।
পিসিবি সূত্রে খবর, ''প্রথম একাদশ বাছাইয়ের ক্ষেত্রে আরও ক্ষমতা চাইতে পারেন রিজওয়ান। যদি সেই ক্ষমতা তাঁকে দেওয়া না হয়, তাহলে নেতৃত্ব ছেড়ে দেবেন রিজওয়ান।''
