আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, ক্রিস গেইল, শুভমান গিল, জস বাটলারদের সঙ্গে একাসনে বসে পড়লেন পাক ক্রিকেটার সাহিবজাদা ফারহান।
পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন তিনি। এক ক্যালেন্ডার ইয়ারে চারটি টি২০ শতরান করে তিনি বিরাট, গেইল, গিল, বাটলারদের সঙ্গে একাসনে বসে পড়েছেন। ২৯ বছরের ব্যাটার এবার পিএসএলে দুরন্ত ফর্মে রয়েছেন।
পেশোয়ারের বিরুদ্ধে পিএসএলে ৫২ বলে ১০৬ রানের ইনিংস খেলেছেন তিনি। গড় ২০৩.৮৫। রয়েছে ১৩ চার ও পাঁচটি ছয়।
এই শতরানের পর তিনি পঞ্চম ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টি২০ ক্রিকেটে চার শতরানের নজির গড়লেন। সবার আগে ক্রিস গেইল এই নজির গড়েছিলেন ২০১১ সালে। বিরাট ২০১৬ সালে এই কৃতিত্ব অর্জন করেন। ২০২২ সালে এই কৃতিত্ব অর্জন করেন বাটলার। আর ২০২৩ সালে গিল।
চলতি বছরে পেশোয়ার ম্যাচের আগে তিনটি শতরান করে ফেলেছিলেন ফারহান। তার মধ্যে রয়েছে ৫৯ বলে ১১৪, ৭২ বলে অপরাজিত ১৬২ আর ৭২ বলে ১৪৮।
