আজকাল ওয়েবডেস্ক:‌ দিনভর নাটকের পর শেষে হল খেলা। সুপার ফোরে চলে গেল পাকিস্তান। রবিবার ফের দুবাইয়ে ভারত–পাক মহারণ। সংযুক্ত আরব আমিরশাহিকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে চলে গেল পাকিস্তান। 


বুধবার নানা টালবাহানার পর খেলতে নামে পাকিস্তান। তবে ম্যাচ জিততে সমস্যা হয়নি সলমনদের। প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ৯ উইকেটে ১৪৬। জবাবে আমিরশাহির ইনিংস শেষ হয় ১৭.৪ ওভারে ১০৫ রানে।

 

আরও পড়ুন:‌ পাইক্রফ্ট ক্ষমা চেয়ে নেওয়ায় গলল বরফ, সব ভুলে মাঠে নামল পাকিস্তান


বুধবার টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান আমিরশাহির অধিনায়ক মহম্মদ ওয়াসিম। পাকিস্তানের ইনিংসের শুরুটা অবশ্য ভাল হয়নি। দুই ওপেনার সাহিবজাদা ফারহান (৫) এবং সাইম আয়ুব (০) দ্রুত আউট হয়ে যান। দলকে ভরসা দিতে পারেননি সলমন (২০), হাসান নওয়াজ (৩), খুশদিল শাহেরাও (৪)। এক সময় ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে চায় পাকিস্তানের ইনিংস। তবে ২২ গজের এক দিক আগলে রেখেছিলেন তিন নম্বরে নামা ফখর জামান। তিনি ৩৬ বলে ৫০ রান করেন ২টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে। পাকিস্তানকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন শাহিন আফ্রিদি। ১০ নম্বরে ব্যাট করতে নেমে পাক জোরে বোলার খেলেন ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস। মারলেন ৩টি চার এবং ২টি ছক্কা। এছাড়া মহম্মদ হ্যারিস করেন ১৪ বলে ১৮।
আমিরশাহির সফলতম বোলার জুনেইদ সিদ্দিকি ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন। ১৬ রানে ৩ উইকেট শুভমান গিলের ছোটবেলার বন্ধু সিমরণজিৎ সিংয়ের। তাঁর স্পিন সামলাতে সমস্যায় পড়েন পাকিস্তানের মিডল অর্ডারের ব্যাটাররা। এ ছাড়া ৩৩ রানে ১ উইকেট নেন ধ্রুব পরাশর।


জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল আমিরশাহি। পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে প্রয়োজনীয় জুটি তৈরি করতে পারেননি আমিরশাহির ব্যাটাররা। আলিশান শারাফু (১২), ওয়াসিম (১৪), মহম্মদ জোহাইবেরা (৪) দ্রুত আউট হয়ে গিয়েছেন। ৩৭ রানে ৩ উইকেট পড়ার পর কিছুটা লড়াই করলেন পরাশর এবং রাহুল চোপড়া। পরাশর করলেন ২৩ বলে ২০। চোপড়ার ব্যাট থেকে এল ৩৫ বলে ৩৫ রানের ইনিংস। মারেন ১টি চার, ১টি ছয়। পরের দিকের ব্যাটাররা কেউই দাঁড়াতে পারলেন না দুবাইয়ের ২২ গজে। ইনিংসের শেষ ১৭ বলে ৬ উইকেট হারায় আমিরশাহি।


পাকিস্তানের আবরার আহমেদ ১৩ রানে ২ উইকেট নিলেন। ১৮ রানে ১ উইকেট আয়ুবের। শাহিন ২ উইকেট নিলেন ১৬ রান দিয়ে। ব্যাট এবং বল হাতে সফল শাহিনই ম্যাচের সেরা ক্রিকেটার। ১৯ রানে ২ উইকেট রউফের। ৯ রানে ১ উইকেট নিয়েছেন সলমন।

যদিও এই ম্যাচ ঘিরে ছিল তীব্র জল্পনা। রটে যায় পাকিস্তান বয়কট করতে চলেছে এই ম্যাচ। পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি পাকিস্তানের ক্রিকেটারদের স্টেডিয়ামে যেতে নিষেধ করেছে। প্রতি পদে পদে অনিশ্চয়তা, প্রতিটি মোড়ে বিতর্ক। অবশেষে পাকিস্তান ক্রিকেট দল নিশ্চিত করে জানিয়ে দেয় তারা বুধবারের ম্যাচ খেলছে। পিসিবি–র অনুরোধে ম্যাচটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।