আজকাল ওয়েবডেস্ক: হংকং সিক্সেজ-এ চ্যাম্পিয়ন হওয়ার জন্য নাকি পাকিস্তানে এক সপ্তাহের সরকারি ছুটি! এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমন খবর দেখার পরে অনেকেই বিস্মিত হয়ে যান। হংকং সিক্সেজ-এ সাফল্য পাওয়ার জন্য কোনও দেশের প্রধানমন্ত্রী এক সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করতে পারেন! ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে পাকিস্তানে আসেনি কোনও ট্রফি। একেও কৃতিত্ব-সাফল্য হিসেবে ধরছে পাকিস্তান। পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই টুইটে লেখা হয়েছে, ''হংকং সুপার সিক্স চ্যাম্পিয়ন হওয়ার জন্য পাকিস্তানকে অভিনন্দন। যদিও আমরা ভারতের ধারাভাষ্যকার একাদশকে হারাতে পারিনি। এই জয় বিশ্বকাপ জেতার সমতুল্য। এর জন্য আমি এক সপ্তাহের সরকারি ছুটি ঘোষণা করতে চাই।''
Congratulations Pakistan cricket team on winning the Hong Kong Super Sixes 🏆
— Shahbez Sharif (@HeraHimanshu)
Although we can’t beat Indian commentators XI, this victory is nothing short of a World Cup win!
I would like to declare 1 week national holiday on this joyous occasion.Tweet by @HeraHimanshu
এই ভাইরাল টুইটের পরে মজার মজার সব প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। সত্যিটা হল পাকিস্তান প্রধানমন্ত্রীর নামে যে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, সেই অ্যাকাউন্টটি প্যারোডি অ্যাকাউন্ট। পাক প্রধানমন্ত্রীর নামের বানান ভুল রয়েছে সেই অ্যাকাউন্টে। বোঝাই যাচ্ছে ভুয়ো কোনও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পাক প্রধানমন্ত্রীর নাম নিয়ে এরকম মজার পোস্ট করেছেন। অশ্বিনের নাম নিয়ে আরেক নকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''ভিকট্রি প্যারেড প্লিজ।''
হংকং সিক্সেজ-এ কেবল একটি ম্যাচই জিতেছে ভারত। তাও সেটা পাকিস্তানের বিরুদ্ধে। আর পাকিস্তান ষষ্ঠবার হংকং সিক্সেজে চ্যাম্পিয়ন হল কুয়েতকে হারিয়ে। চ্যাম্পিয়ন হওয়ার পরে পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ শাহজাদ ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়াকে নকল করে উদযাপন করেন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন।
Victory parade pls pic.twitter.com/GhU9VQjP8C
— Ashwiin 🇮🇳 (@askAshwiin)Tweet by @askAshwiin
আর তারপরই শাহজাদকে উদ্দেশ্য করে শুরু হয়ে যায় কটাক্ষ। উড়ে আসে সমালোচনা। পাকিস্তানকে হারানোর উল্লেখ করে প্রতিবেশী দেশকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়ক দীনেশ কার্তিক লিখেছিলেন, ''ফান এন্ড টু দ্য হংকং সিক্সেজ। বিজনেস অ্যাজ ইউজুয়াল।''
গত কয়েক বছর ধরে ভারত-পাক লড়াই হলে পাকিস্তানের হারই হয়ে গিয়েছে দস্তুর। সেই বিষয়টারই উল্লেখ করেছেন দীনেশ কার্তিক। পাকিস্তানের শাহজাদ ভারতের তারকা ক্রিকেটারের সেই পোস্টকে ট্যাগ করে ট্রফি হাতে ছবি পোস্ট করেছেন। তার পর থেকেই তীব্র সমালোচিত হচ্ছেন শাহজাদ। ঘটনাক্রমে ভারত একটি ম্যাচেই জয়লাভ করেছে। সেটি পাকিস্তানের বিরুদ্ধে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ভারত ২ রানে হারায় পাকিস্তানকে। ওই ম্যাচ জিতলেও ভারত কিন্তু নেপাল, কুয়েত ও শ্রীলঙ্কার কাছে হার মানে। পাকিস্তান জেতার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ভুয়ো পাক প্রধানমন্ত্রীর নাম নিয়ে টুইট।
