আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ নিয়ে সমস্যার শেষ নেই। প্রথমে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সংশয়। তারপর হ্যান্ডশেক বিতর্ক। শেষে ট্রফি না নেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। সূর্যকুমার যাদব আগেই জানিয়েছিলেন, মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন না। কথা রাখেন ভারতের টি-২০ অধিনায়ক। এবার এই ট্রফি বিতর্কের সমাধানে একটি শর্ত দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান। মঙ্গলবার এসিসির বৈঠক ছিল। সেখানে দুই বিসিসিআই কর্তা নাকভিকে ব্যাকফুটে ঠেলে দেয়। রাজীব শুক্লা এবং আশিস শেলার এশিয়ান ক্রিকেট বাউন্সিলের হেড অফিস দুবাইয়ে ট্রফি রাখার দাবি জানান। যেখান থেকে ট্রফি ভারতে পৌঁছে দেওয়া সহজ হবে। কিন্তু বিসিসিআই কর্তাদের অনুরোধে খুব একটা আগ্রহী দেখায়নি নাকভিকে।
পাকিস্তানি মিডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে, বৈঠকে এই প্রসঙ্গ কোনও কথা বলতে চাননি পিসিবি প্রধান। কারণ এটা মিটিংয়ের এজেন্ডার অঙ্গ ছিল না। ভার্চুয়াল মিটিংয়ে নাকভি রাজীব শুক্লার উদ্দেশে বলেন, 'এসিসির বৈঠকে এই বিষয়টা এজেন্ডায় ছিল না।' বরং এই শর্ত রাখেন। বিসিসিআই ট্রফি দেওয়ার বিষয়ে জোর দিলে নাকভি বলেন, 'ভারতীয় দল ট্রফি চাইলে, অধিনায়ককে এসিসির দফতরে এসে আমার থেকে ট্রফি নিতে হবে।' নাকভি সহযোগিতা না করায়, এসিসি এবং পিসিবি প্রধানকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় দলকে ট্রফি না দিলে আইসিসির কাছে অভিযোগ জানানো হবে। এক সূত্র বলেন, 'স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বিসিসিআই আইসিসির কাছে অভিযোগ জানাবে। তারপর শেলার তড়িঘড়ি মিটিং ছেড়ে বেরিয়ে যায়।' এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ফাইনাল নিয়ে তিনবারই জেতে টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে নো হ্যান্ডশেক পলিসি বজায় রাখে ভারতীয় দল। তাতেই চটে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পহেলগাঁওয়ে আক্রমণের পর দুই দলের মধ্যে রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অপারেশন সিঁদুরের পর যা আরও খারাপ হয়।
প্রসঙ্গত, এশিয়া কাপ জেতার পর টিম ইন্ডিয়া ট্রফি নেয়নি। যা নিয়ে মুখ খোলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। সূর্যকুমার যাদবের দলের সমালোচনা করে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ভারত ক্রিকেটকে অসম্মান করেছে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন পাক অধিনায়ক সলমন। এসেই তিনি বলেন, 'ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নাকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এ সব করতে শুরু করে? কোথায় শেষ হবে এ সব? ক্রিকেটারদের তো রোল মডেল হওয়া উচিত। মাঠে এগুলো হতে দেখলে ছোট ছোট ছেলে-মেয়েরা কী শিখবে? এবার যা হয়েছে, খুব খারাপ হয়েছে।' রবিবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফিই নেয়নি ভারতীয় দল। ট্রফি দেওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। আরও একবার পাকিস্তানকে বয়কট করে ভারত। ট্রফি ছাড়াই সেলিব্রেট করেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।
