আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের শুরুতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না গেলে স্পোর্টস আর্বিট্রেশন কোর্টে যেতে পারে পিসিবি। এমনটাই খবর সূত্রে। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে গত এক দশকেরও বেশি সময় ধরে কোনও দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। পাকিস্তান ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল।

 

 

কিন্তু ২০২৫ সালে ভারত পাকিস্তান সফর করবে কি না তা এখনও অনিশ্চিত। জানা গিয়েছে, বিসিসিআই ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে হাইব্রিড মডেলের একটি প্রস্তাব দিয়েছে।

 

 

যেখানে বলা হয়েছে ভারত তাদের ম্যাচগুলো দুবাইতে খেলবে।তবে, পিসিবি প্রধান মহসিন নাকভি এই ধরনের কোনও প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করেছেন। তাঁর সাফ বক্তব্য চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তানের বাইরে হবে না। 

 

 

সূত্রের খবর, বিসিসিআই আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে সফর করবে না ভারতীয় দল। এবার বিষয়টি আইসিসির উপর নির্ভর করছে।

 

 

ক্রিকেট সংস্থার তরফে আয়োজক দেশকে জানানো হবে ইস্যুটি এবং তারপর প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করা হবে। নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতা শুরু হওয়ার ১০০ দিন আগে সূচি ঘোষণা করা হয়। এখন সূচিতে কী লেখা হয় সেটাই দেখার।