আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ কি টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে ভারতে? এখনও সেই ব্যাপারে সমাধানসূত্র বের হয়নি। এই প্রেক্ষিতে বাংলাদেশের হয়ে ব্যাট ধরতে নেমে পড়ল পাকিস্তান। জানিয়ে দিল, ভারতে বা শ্রীলঙ্কায় যদি বাংলাদেশ না যায়, তাহলে বাংলাদেশের ম্যাচগুলো হবে পাকিস্তানের মাটিতে। 

নিরাপত্তার কারণে ভারতে এসে খেলতে চায় না বাংলাদেশ। তাদের এই যুক্তিকে সমর্থন করেছে পাকিস্তান। আইসিসি-র কাছে তারা জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো তারা আয়োজন করতে চায়। 

আইসিসি কর্তারা বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনায় বসবে। ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

ক্রীড়াসূচি অনুযায়ী বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা। তার মধ্যে কলকাতায় তিনটি ম্যাচ। আর মুম্বইতে একটি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে তাদের ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়া হোক। আইসিসি তা নিয়ে দোটনায় রয়েছে। এই প্রেক্ষিতে পিসিবি-র একটি সূত্র বলেছে, বাংলাদেশ যে দাবি করেছে তা যথার্থ। শ্রীলঙ্কার মাটিতে যদি বাংলাদেশের ম্যাচ ফেলায় কোনও সমস্যা হয়, তাহলে পাকিস্তান তাদের ম্যাচগুলোর আয়োজন করার জন্য তৈরি।'' 

মুস্তাফিজুর রহমানকে নিয়ে সৃষ্ট বিতর্ক এখনও চলছে। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে বাংলাদেশের তারকা পেসারকে। তার পর থেকেই দুই প্রতিবেশি দেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। 

এখনও তা চলছে। আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। এরই মধ্যে আর্তনাদ বাংলাদেশের তারকা ব্যাটারের। বিশ্বকাপ খেলা নিয়ে অধিনায়ক লিটন দাস কোনও মন্তব্য করতে না চাইলেও, কোনও রাখঢাক করেননি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানে অনড়। জানিয়ে দিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ। তবে এমন চান না বাংলাদেশের তারকা ক্রিকেটার। বাংলাদেশ প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগের দিন, নিজের আর্তি জানালেন শান্ত।

বাংলাদেশের তারকা ক্রিকেটার জানান, বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে এই বিষয়ে কোনও কথা হয়নি তাঁদের। তবে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চায়। শান্ত বলেন, 'এই নিয়ে কথা বলার সুযোগ হয়নি। আমরা যারা বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, সবাই ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম। তারমধ্যে সম্প্রতি এমন কিছু ঘটেছে যা প্লেয়ারদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।' শান্ত আরও জানান, বিশ্বকাপ খেলার সুযোগ তাঁরা কোনওভাবেই হাতছাড়া করতে চায় না। শান্ত বলেন, 'ক্রিকেটার হিসেবে আমরা সবসময় খেলতে চাই। বিশ্বকাপের মতো ইভেন্ট হলে কোনও কথাই নেই। এমন সুযোগ সবসময় আসে না। বিশ্বকাপ আলাদা। আমার কাছে এটা বিরাট বড় সুযোগ। আমরা ভাল ক্রিকেট খেলতে চাই।' তাঁরা তো বলছেন ভাল পারফরম্যান্স তুলে ধরতে চান, কিন্তু আদৌ কি সেই সুযোগ পাবেন?