আজকাল ওয়েবডেস্ক: নতুন ফিল্ডিং কোচ বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। রজাস্থানের উইকেট কিপার-ব্যাটার দিশান্ত যাজ্ঞিক এবার থেকে নাইটদের ফিল্ডিংয়ের দেখভাল করবেন। আইপিএলে তারকাখচিত সাপোর্ট স্টাফ পেল কেকেআর। 

দীর্ঘদিন ধরেই আইপিএলের সঙ্গে জড়িত দিশান্ত যাজ্ঞিক। নিজের খেলোয়াড়জীবনে যাজ্ঞিককে সবাই সমীহ করতেন। ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের উইকেট কিপার-ব্যাটার ছিলেন তিনি। ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে ২৫টি আইপিএলে তিনি অংশ নিয়েছিলেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরে তিনি আইপিএলের সঙ্গে জড়িয়ে রয়েছেন। একাধিক মরশুমে তিনি ফিল্ডিং কোচ হিসেবে কাজও করেন। এবার তাঁর ঠিকানা বদলাচ্ছে। 

কেকেআর-এর হেড কোচ এবার অভিষেক নায়ার। ডোয়েন ব্র্যাভো মেন্টর। শেন ওয়াটসন সহকারী কোচ। টিম সাউদি বোলিং কোচ। আন্দ্রে রাসেল পাওয়ার কোচ। ফলে সাপোর্ট স্টাফে তারাদের ছয়লাপ। 

রাসেল সদ্যই আইপিএল থেকে খেলোয়াড় হিসেবে  অবসর গ্রহণ করেছেন। 

কলকাতায় এই সব প্রাক্তন প্লেয়ারদের উপস্থিতি তাদের থিঙ্কট্যাঙ্ককে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছে ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহাল মহল। 

এবারের নিলামে ২৫.২ কোটি টাকার বিনিময়ে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনি ছাড়া মাথিসা পাথিরানাকে ছিনিয়ে আনা হয়েছে দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে। ১৮ কোটির বিনিময়ে কেকেআর দলে নিয়েছে দ্বীপরাষ্ট্রের পেসারকে। 

উইকেট কিপিং বিভাগে ফিন অ্যালেন ও টিম সেইফার্টকে নিয়েছে কেকেআর। তেজস্বী সিং ও সার্থক রঞ্জনের মতো তরুণ প্রতিভাকে দলে নিয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। কার্তিক ত্যাগী ও আকাশ দীপের উপস্থিতি কেকেআর-এর বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।