আজকাল ওয়েবডেস্ক:‌ ফের টস হারলেন সূর্যকুমার যাদব। আর নিউজিল্যান্ড টস জিতে শুরুতে বোলিং করবে। এদিকে, প্রথম একাদশে রয়েছেন রিঙ্কু সিং। রয়েছেন ঈশান কিষানও। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পর কিষানকে দলে নেওয়া হয়েছিল। তিনি বিশ্বকাপের দলেও রয়েছেন।


ভারতের প্রথম একাদশ এরকম:‌ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা।


এটা ঘটনা, দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি সুযোগ পাননি। কিন্তু বিশ্বকাপের দলে থাকায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রথম একাদশে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে। বাদ পড়েছেন হর্ষিত রানা। দলে রয়েছেন কিষানও। তিলকের জায়গায় তাঁকে ভাবা হচ্ছে।


চোটের জন্য নেই তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দর। তবে শ্রেয়সকে প্রথম একাদশে রাখা হয়নি। 
সিরিজের প্রথম টি–২০ ম্যাচ বুধবার নাগপুরে। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করবে ভারত। 
এদিকে, ওয়ানডে সিরিজে না থাকলে টি–২০ সিরিজে কিউয়ি দলে ফিরেছেন রাচিন রবীন্দ্র। আছেন ঈশ সোধিও। অধিনায়ক মিচেল স্যান্টনার। 

এদিকে, আসন্ন টি–২০ বিশ্বকাপে ভারতের মাটিতে গিয়ে কি খেলবে বাংলাদেশ? না খেললে কিন্তু অপেক্ষা করে রয়েছে ‘‌গলাধাক্কা’‌! আইসিসি বোর্ডের সভায় বাংলাদেশের ভেন্যু বদল করার অনুরোধ পত্রপাঠ উড়িয়ে দেওয়া হয়। আইসিসি বোর্ডের সভায় ভোটাভুটি হয় বলেই খবর। সেই ভোটে বাংলাদেশ হার মানে। তাদেরকে আর মাত্র একদিন সময় ধার্য করা হয়েছে। তার মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর জন্য বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। 


কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি মাথা নওয়াবে? কারণ ভারতের মাটিতে গিয়ে খেলবে না বলে একপ্রকার হুমকিই দিয়ে রেখেছিল বাংলাদেশ। পরিস্থিতি এখন অন্য খাতে বইতে শুরু করে দিয়েছে। আইসিসি–র এই কড়া পদক্ষেপে বাংলাদেশ যদি সিদ্ধান্ত বদল করে ভারতের মাটিতে খেলে, তা তাদের কাছে একপ্রকার হারই বলা যায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কোর্টে বল। ভারতের মাটিতে এসে খেললে ঠিক আছে। নাহলে কিন্তু বাংলার বাঘেদের পরিবর্তে স্কটল্যান্ড ঢুকে যাবে মেগা টুর্নামেন্টে।