আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১০৭ দিন পর দিল্লি ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল বৃহস্পতিবার ও শুক্রবার দিল্লি ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
3
6
ভারতের মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়নে ভারী বৃষ্টি এবং উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
6
দু'টি পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী পাঁচদিন জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
5
6
শুক্রবার পর্যন্ত দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা ও মধ্যপ্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে।
6
6
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আপাতত দিল্লি-এনসিআরে শৈত্যপ্রবাহের সতর্কতা নেই। বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নামতে পারে। ঘন কুয়াশার দাপট জারি থাকবে।