আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের পর এক সপ্তাহ কেটে গেলেও তার রেশ অব্যাহত। এখনও চলছে হ্যান্ডশেক বিতর্ক। মঙ্গলবার মালয়েশিয়ার জোহার বাহরুতে সুলতান অফ জহর কাপের হকিতে মুখোমুখি ভারত-পাকিস্তান। নিজেদের প্লেয়ারদের জন্য সতর্কবাণী হকি ফেডারেশনের। ভারতীয় প্লেয়ারদের সঙ্গে কোনওরকম ঝামেলায় না জড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এশিয়া কাপে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবরা। তিন ম্যাচেই একই সিদ্ধান্তে অনড় ছিল ভারতীয় ক্রিকেটাররা। যার ফলস্বরূপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসিকে অভিযোগ জানায় পাকিস্তান।
এবার হকিতেও একই ঘটনার সাক্ষী থাকতে চলেছে ক্রীড়া জগৎ। পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত নাও মেলাতে পারে ভারতের জুনিয়র হকি দল। এমন একটি ধারণা পোষণ করছে পাকিস্তান হকি ফেডারেশন। ফেডারেশনের এক কর্তা জানান, 'পাকিস্তানের হকি প্লেয়ারদের এই বিষয়ে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে। যদি ভারতীয় প্লেয়াররা ম্যাচের আগে বা পরে হ্যান্ডশেক না করে, বিষয়টা অগ্রাহ্য করে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সবরকমের ঝামেলা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া আছে। যাতে ম্যাচ চলাকালীন কোনওরকম ঝামেলায় না জড়ায় দুই দেশ।' মালয়েশিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে জিতে শুরুটা ভাল করলেও, গ্রেট ব্রিটেনের কাছে হারে পাকিস্তান। এর আগে আগস্টে বিহারের রাজগিরে অনুষ্ঠিত ছেলেদের এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান দল। তাঁদের জায়গায় অংশ নেয় বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে নামার আগে কড়া সতর্কবাণী পাকিস্তানের হকি ফেডারেশনের। শুধুমাত্র ম্যাচে ফোকাস ধরে রাখার নির্দেশ দেয়।
কয়েকদিন আগে ভারত-পাকিস্তান ম্যাচে 'হ্যান্ডশেক কাণ্ড' কে কেন্দ্র করে তোলপাড় হয় বিশ্ব ক্রিকেট। ভারত-পাক মহারণে দুই দেশের ক্রিকেটাররা নিজেদের মধ্যে করমর্দন করেনি। টসের পর হাত মেলাননি দুই অধিনায়ক। সেই নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। অনেক দূর জল গড়ায়। এমনকী এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয় পাকিস্তান। তবে শেষপর্যন্ত সেটা করেনি। পিসিবির এক সূত্র জানিয়েছিল, 'পিসিবির এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা কম। সেটা করলে, জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি পিসিবিকে বড় জরিমানা করতে পারে। সেটা আমাদের বোর্ড হতে দিতে পারবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বোর্ডের আর্থিক অবস্থা তেমন ভাল না।' ভারত-পাকিস্তান প্রথম ম্যাচের পর পিসিবির সভাপতি এবং বর্তমান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'আমার দেশের সম্মানের থেকে বেশি আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ নয়।' আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফ্টের নামে অভিযোগ জানায় পিসিবি। এশিয়া কাপে দুই দেশের মধ্যে মোট তিনবার সাক্ষাৎ হয়। কোনও ম্যাচেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি সূর্যকুমাররা।
