আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। হেড কোচ আকিব জাভেদের চাকরি যাবে টুর্নামেন্ট শেষ হলে। এরকমটাই জল্পনা। সেই আকিব ভারতের কাছে হারের পরে টিম ইন্ডিয়াকে কটাক্ষ করতে ছাড়েননি। 

হাইব্রিড মডেল অনুসৃত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের ম্যাচ হচ্ছে দুবাইয়ে। রোহিত-বিরাটদের বিরুদ্ধে খেলার জন্য পাকিস্তান থেকে দুবাইয়ে এসেছিলেন বাবর আজমরা। ভারত যে এক ভেন্যুতে খেলার সুবিধা পেয়েছে, সেই বিষয় উল্লেখ করে আকিব জাভেদ বলেন, ''দেখুন ভারত একটা কারণে দুবাইয়ে রয়েছে। কেবল মাত্র দুবাইতেই ওরা খেলছে। একটা মাঠেই খেলছে। একই হোটেলে থাকছে। এগুলো ভারতেরই পক্ষে গিয়েছে। কিন্তু আমরা সেই কারণে হেরে গিয়েছি তা নয়। এরকম নয় যে আমরা আসার আগে ওরা ১০ ম্যাচ খেলে ফেলেছে।'' 

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরে অশান্ত পাকিস্তান। প্রাক্তনরা খড়্গহস্ত বাবর আজমদের উপরে। শোয়েব আখতার থেকে ওয়াসিম আক্রম সোচ্চার। এর মধ্যেই আকিব জাভেদ কটাক্ষ করে বসলেন ভারতকে।