আজকাল ওয়েবডেস্ক: খেলতে খেলতে প্রাণ হারালেন এক পাক ক্রিকেটার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ঘটে গেল এমনই হৃদয়বিদারক এক ঘটনা। তাঁর অকাল প্রয়াণে শোকাহত পিসিবি।
যে ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমে খবর হচ্ছে, তাঁর নাম আলিম খান। মাত্র ২৪ বছর বয়সেই প্রয়াত হন তিনি।
সোমবার পিসিবি চ্যালেঞ্জ কাপের একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ডান হাতি এই ফাস্ট বোলার। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এভাবে যে তাজা প্রাণ হারিয়ে যাবে, তা কে জানত! খেলতে খেলতেই ক্রিকেটারের প্রয়াণ সংবাদ কিন্তু ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিল। সেখানে কি পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা থাকে?
বল করছিলেন আলিম। আচমকাই মাটিতে পড়ে যান তিনি। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আম্পায়ার ইনামউল্লাহ খান। তিনি বলেন, ''বোলিং করার সময়ে আলিম পড়ে যায়। আমরা সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে যাই আলিমকে। কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।''
পিসিবি-র ডিরেক্টর অফ ডোমেস্টিক ক্রিকেট আবদুল্লাহ খুরম নিয়াজি শোকপ্রকাশ করে এক বিবৃতিতে বলেন, ''আলিম খানের অকাল প্রয়াণে আমরা শোকাহত। ওর পরিবারের প্রতি সমবেদনা জানাই।''
তরুণ এই পেসার ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে মেলেও ধরেছিলেন নিজেকে। ক্রিকেট মাঠ কেড়ে নিল সম্ভাবনাময় এক ক্রিকেটারের জীবন।
