আজকাল ওয়েবডেস্ক: এবারের এশিয়া কাপে পাকিস্তানকে নিয়ে তীব্র বিতর্ক চলছেভারতের বিরুদ্ধে হ্যান্ডশেক নিয়ে বিতর্কের সূত্রপাততার জের চলছে এখনও

বুধবার এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের খেলা আমিরশাহির সঙ্গেতার আগে হঠাৎই জল্পনা তৈরি হয় পাকিস্তান-আমিরশাহি ম্যাচ নিয়ে। এসিসি তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে দেয়। তার পর থেকেই দাবানলের মতো ছড়িয়ে যায় খবরটা, আজকের ম্যাচ পাকিস্তান বয়কট করতে চলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি পাকিস্তানের ক্রিকেটারদের স্টেডিয়ামে যেতে নিষেধ করেছে। প্রতি পদে পদে অনিশ্চয়তা, প্রতিটি মোড়ে বিতর্ক। অবশেষে পাকিস্তান ক্রিকেট দল নিশ্চিত করে জানিয়ে দেয় তারা আজকের ম্যাচ খেলছেপিসিবি-র অনুরোধে ম্যাচটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছেঅর্থাভারতীয় সময় সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ছিলকিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা সাড়ে আটটায় হবে

আরও পড়ুন: সূর্যকে গালাগালি, 'কুকুরের মতো চিৎকার' প্রসঙ্গ তুলে টিম ইন্ডিয়াকে একহাত পাকিস্তানের প্রাক্তনীর...

এর আগে অ্যান্ডি পাইক্রফ্টকে নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচে অ্যান্ডি পাইক্রফ্টকে আর হয়তো অফিসিয়ালের ভূমিকায় দেখা যাবে না। জিম্বাবোয়ের ম্যাচ রেফারিকে পাকিস্তান ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হবে।

দুবাইয়ে ‘এ’ গ্রুপ আজ পাকিস্তানের সামনে সংযুক্ত আরব আমিরশাহিপাইক্রফ্ট এই ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন। কিন্তু পাকিস্তানের মিডিয়ার খবর অনুযায়ী, পাইক্রফ্টকে ম্যাচ রেফারির ভূমিকায় দেখা যাবে না। রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকে পাইক্রফ্টকে নিয়ে তীব্র চর্চা চলছে।

ম্যাচের আগেই অবশ্য ঠিক ছিল, খেলা চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না। সেটাই হয়েছেম্যাচের শেষে পাকিস্তান শিবির থেকে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে। পাক শিবির থেকে অভিযোগ করা হয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টই পাক অধিনায়ক সলমন আলি আঘাকে নির্দেশ দিয়েছিলেন, সূর্যকুমার যাদবের সঙ্গে যেন হ্যান্ডশেক করা না হয়। আবার সূর্যকেও নির্দেশ দেওয়া হয়, তিনি যেন সলমন আলি আঘার সঙ্গে করমর্দন না করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে চসের সময়ে বলেছিলেন ভারত অধিনায়কের সঙ্গে তিনি যেন হ্যান্ডশেক না করেন। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট প্রতিবাদ জানায়। এহেন ব্যবহার খেলার স্পিরিটের পরিপন্থী।'' খেলার শেষে সলমন আলি আঘা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন বয়কট করেন। ভারতীয় দলের ব্যবহারে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের উদ্যোক্তা ছিল ভারত।

পাকিস্তানের বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পাইক্রফ্টকে সরিয়ে দিলেই শুধু পাকিস্তান এশিয়া কাপে খেলতে নামবে। যদিও ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, পাইক্রফ্টকে ম্যাচ রেফারি হিসেবে সরিয়ে দেওয়ার অনুরোধ করেছিল পিসিবি। সেই অনুরোধ নাকচ করে দেয় আইসিসি। এদিকে পাকিস্তান-আমিরশাহি ম্যাচের পোস্ট ডিলিট করে দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আর তারপরই জল্পনা চড়তে শুরু করে দেয়। 

আরও পড়ুন: 'ও অনেকটা কামিন্সের মতো', ইস্টবেঙ্গলের 'জাপানি বোমা'কে নিয়ে সমর্থকদের আশ্বস্ত করছেন ম্যাকলারেনের বন্ধু ...