কৃশানু মজুমদার: তিনি মোহনবাগান তারকা জেসন কামিন্সের বন্ধুআবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনেরও 'দোস্ত'। সেই তিনিই কিন্তু ইস্টবেঙ্গলকে আশ্বস্ত করছেন। জাপানের তারকা ফুটবলার হিরোশি ইবোসুকির নতুন ঠিকানা ইস্টবেঙ্গলসব ঠিকঠাক থাকলে লাল-হলুদের 'জাপানি বোমা' বিধ্বস্ত হবে প্রতিপক্ষ দলগুলো। 

কিন্তু কামিন্সম্যাকলারেনের কাছের বন্ধু অস্ট্রেলিয়ান বিশ্বকাপার মিচেল ডিউক আজকাল ডট ইনের মাধ্যমে লাল-হলুদ সমর্থকদের স্বস্তির খবর দিচ্ছেন। কাতার বিশ্বকাপে লিও মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিলেন ডিউকসেই তিনি এখন খেলছেন জাপানের মাচিদা জেলভিয়া ক্লাবেডিসেম্বরে তাঁর চুক্তি শেষ

আরও পড়ুন: একসময়ে ট্রান্সলেটর নিয়ে ঘুরতেন, তাঁকে নিয়ে হাসাহাসি পড়ে গিয়েছিল, ইস্টবেঙ্গলের নতুন অতিথিকে নিয়ে প্রশ্ন, 'ও কি দিমির থেকেও ভাল?'

মিচেল ডিউক জাপানি স্ট্রাইকার হিরোশি ইবোসুকিকে ঢালাও সার্টিফিকেট দিয়ে বলছেন, ''দুর্দান্ত স্ট্রাইকার'' আপনি কি হিরোশির সঙ্গে খেলেছেন? একই দলে দুই তারকা কি ছিলেন কোনও সময়ে? কামিন্স-ম্যাকলারেনের বন্ধু বলছেন, ''এক দলে আমরা কখনওই খেলিনি। আমি হিরোশির বিরুদ্ধে খেলেছি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, হি ইজ ভেরি গুড।''

A-League news 2024 | Nestory Irankunda Bayern Munich move; Hiroshi Ibusuki  career, Adelaide United | EXCLUSIVE

জাপানি স্ট্রাইকারের খেলার ধরন কেমন? সপ্রতিভ ডিউক বলছেন, ''হিরোশি অনেকটা কামিন্সের মতো। অনেকটাই লম্বা। ম্যান মাউন্টেন। হেডে বিপজ্জনক। বল হোল্ড করতে পারে।''

দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গলগ্রিক তারকা যোগ দিয়েছেন সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলে। এই শূন্যস্থান ভরাট করার জন্যই ইস্টবেঙ্গল খোঁজ করছে বিদেশি স্ট্রাইকারেরজাপানি ফুটবলারের বায়োডেটা পছন্দ হয়েছে। সব ঠিকঠাক থাকলে হিরোশিকে সুপার কাপের আগেই শহরে আনার চেষ্টা করা হবে। তিনি যাতে সুপার কাপে নামতে পারেন। 

ডিউক বলছেন, ''জাপানে ওর বিরুদ্ধে খেলেছি। কোন ক্লাবে ও ছিল আর আমি সেই সময়ে কোন ক্লাবে খেলতাম, সেটা এখন আর মনে পড়ছে না। ডাজ ইট ম্যাটার? এ লিগে ওর খেলা আমি ফলো করেছি। ভাল প্লেয়ারভারতেভাল করবেমিলিয়ে নেবেন'' 

AL WAKRAH, QATAR - NOVEMBER 26: Mitchell Duke of Australia celebrates after scoring their team's first goal during the FIFA World Cup Qatar 2022 Group D match between Tunisia and Australia at Al Janoub Stadium on November 26, 2022 in Al Wakrah, Qatar. (Photo by Mike Hewitt - FIFA/FIFA via Getty Images)

ইস্টবেঙ্গলের সঙ্গে দিমির গোল্ডেন হ্যান্ডশেকের খবর আলোড়ন সৃষ্টি করেছিল কলকাতা ময়দানে। ডুরান্ড কাপের ডার্বিতে জোড়া গোল করে নায়ক বনে গিয়েছিলেন তিনি। সেই তিনিই আবার ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে গোলের পর গোল নষ্ট করে বসেন। ইস্টবেঙ্গল ফাইনালে আর উঠতে পারেনি।

তার পরই লাল-হলুদের সঙ্গে সম্পর্কচ্ছিন্ন হয় দিয়ামান্তাকোসের। যাঁকে দলে আনার জন্য সবাই উদ্যোগী হয়েছিলেন, সেই গ্রিক স্ট্রাইকারকে ছেড়ে দিতে বেশি সময় খরচ করেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বিষয়টা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়। ইস্টবেঙ্গলের ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার পর্যন্ত বলেন, ''দিমিকে যে ছাড়া হয়েছে, তা আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি''

দিয়ামান্তাকোস নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় ইস্টবেঙ্গল ছেড়েছেন। জাপানি স্ট্রাইকারকে পেলে গোল করার সমস্যা দূর হবে অস্কার ব্রজোঁর'জাপানি বোমা' আছড়ে পড়ার অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরা।  

আরও পড়ুন:ওমান ম্যাচে বিশ্রামে বুমরা?‌ আর কী কী বদল হতে পারে প্রথম একাদশে জানুন ...