আজকাল ওয়েবডেস্ক: সূর্যকুমার যাদবের 'নো হ্যান্ডশেক' আচরণের পর থেকে তোলপাড় বিশ্বক্রিকেট। চারিদিক থেকে প্রতিক্রিয়া আসছে। সূর্যের আচরণে অবাক পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং দলের প্লেয়াররা। তবে মহম্মদ ইউসুফের মতো কেউ এতটা নীচে নামতে পারেনি। ১৭,০০০ এর বেশি আন্তর্জাতিক রান রয়েছে পাকিস্তানের প্রাক্তন ব্যাটারের। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময়, সূর্যকুমারের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন। এই মন্তব্য শুনে অবাক হয়ে যায় অ্যাঙ্করও। ক্রমাগত তাঁর ভুল সংশোধন করেন। কিন্তু তাসত্ত্বেও সেই নির্দিষ্ট শব্দ বারবার ব্যবহার করেন পাকিস্তানের প্রাক্তন তারকা।
ইউসুফ বলেন, 'ভারত ওদের সিনেমার জগৎ থেকে বেরোতে পারেনি। যেভাবে ভারত জেতার চেষ্টা করছে, ওদের লজ্জা হওয়া উচিত। আম্পায়ারদের ব্যবহার করে, ম্যাচ রেফারিকে দিয়ে পাকিস্তানকে নির্যাতন করে।' এরপরই সূর্যকুমারের উদ্দেশে একটি কুমন্তব্য করেন। ইউসুফের এই মন্তব্যে ক্ষেপে লাল সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে তুলোধোনা করা হয়। তারপর সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের ব্যাখ্যা করে ইউসুফ লেখেন, 'আমি কোনও স্পোর্টসম্যানকে অপমান করিনি যে নিজের দেশের জন্য খেলে। কিন্তু কেন ভারতীয় মিডিয়া ইরফান পাঠানের প্রশংসা করেছে? যখন ও বলেছিল, আফ্রিদি কুকুরের মতো চিৎকার করছে? তখন তাঁদের শ্রদ্ধা জানানোর কথা মনে হয়নি?'
ইউসুফ ভারতীয় দলের বিরুদ্ধে মন্তব্য করলেও, টিম ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করেন শাহিদ আফ্রিদি। পাশাপাশি ভারত-পাকিস্তান ম্যাচের আগে সলমন আঘাদের সমালোচনা মুখর হন প্রাক্তন পাক অধিনায়ক। আফ্রিদি বলেন, 'ভারতীয় দলে নতুন প্লেয়ারদের শরীরীভাষাও দেখার মতো। ওরাও আত্মবিশ্বাসে ফুটছে। ওরাও তৈরি। ভরা স্টেডিয়ামের সামনে ওরা একশো ম্যাচ খেলে ফেলেছে। ওরা আন্তর্জাতিক প্লেয়ারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিয়েছে। ওদের মনে কোনও ভয় নেই। চাপ নেই। আত্মবিশ্বাসে ভরপুর। এমনকী ভারতের বি দলও এশিয়া কাপ জিততে পারে।' পাকিস্তানের ইউ টিউব চ্যানেলে একটি শোয়ে এমন জানান আফ্রিদি। প্রাক্তন অধিনায়কের সঙ্গে একমত রামিজ রাজা, শোয়েব মালিক এবং শোয়েব আখতার। তাঁরা মনে করেন, ভারতের সঙ্গে ম্যাচ পাকিস্তানের কাছে রিয়ালিটি চেক। এই দ্বৈরথের পর বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান স্পষ্ট হয়ে যাবে। রমিজ রাজা বলেন, 'ভারতকে হারাতে মিরাকেল প্রয়োজন।' শোয়েব মালিক বলেন, 'ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের জন্য রিয়ালিটি চেক। বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান পরিষ্কার হবে।' শোয়েব আখতার জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়বে। সেটাই হয়েছে।
