আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পর একাধিক রিপোর্টে জানা গিয়েছে, বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হল পিসিবির পক্ষ থেকে। জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ১০ মিলিয়ন মার্কিন ডলার লাভ হয়েছে বোর্ডের। অপপ্রচারের জন্য ভারতীয় মিডিয়াকে দায়ী করেন পিসিবির মুখপাত্র আমির মির এবং চিফ ফিনান্সিয়াল অফিসার জাভেদ মুর্তাজা। এমনকী প্রকাশ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে হুঁশিয়ারি দিয়ে বসলেন পিসিবির কর্তা।
পিসিবির মুখপাত্র আমির মির বলেন, 'আইসিসি সব সিদ্ধান্ত নেয়। ভারত যদি পাকিস্তানের ক্ষতি করতে চেয়ে থাকে, তাহলে তার ফল ভারতকেও ভুগতে হবে। ভারত-পাকিস্তান ম্যাচ হট কেকের মতো বিক্রি হয়। পরের তিন বছর পাকিস্তান আর ভারতে খেলতে যাবে না। সুতরাং, পাকিস্তানের কোনও আর্থিক ক্ষতি হলে, ভারত আরও বেশি ভুক্তভুগী হবে। পাকিস্তান দল ভারতে খেলতে না যাওয়ায় ভারতেরও আর্থিক ক্ষতি হবে।' প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির অনেক আগে থেকেই দুই বোর্ডের মধ্যে ঝামেলার সূত্রপাত। পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিয়ে প্রচুর জলঘোলার পর চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হয়। দুবাইয়ে নিজেদের ম্যাচ খেলে ভারত। আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। যার ফলে টুর্নামেন্ট ভারতে আয়োজিত হলেও, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে টিম ইন্ডিয়াকে বাইরে যেতে হবে।
