আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল পাকিস্তান। সেই দলে জায়গা হল না বাবর আজম, মহম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির।
সালাম আলি আঘা দলের ক্যাপ্টেন। তিন ম্যাচের সিরিজের জন্য যে দল ঘোষণা করেছে পাকিস্তান, সেই দলে নতুন মুখের ভিড়। অনেককে ফেরানো হয়েছে।
বাবর, রিজওয়ান ও আফ্রিদিকে আগেই সাদা বলের কোচ মাইক হেসন জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজে তাঁদের প্রয়োজন হবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডেতে মনোযোগ দেওয়ার কথা জানানো হয় তাঁদের।
বাংলাদেশে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ২০-২৪ জুলাইয়ের মধ্যে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করা হলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। বাবর, রিজওয়ান, আফ্রিদি ছাড়াও হ্যারিস রউফ ও শাদাব খানকেও রাখা হয়নি স্কোয়াডে। মহম্মদ নওয়াজ, সুফিয়ান মোকিম ও সলমন মির্জা ডাক পেয়েছেন জাতীয় দলে।
ঘোষিত দল- সলমন আলি আঘা (ক্যাপ্টেন), আবরার আহমেদ, আহমেদ দানিয়েল, ফাহিম আশরাফ, ফকর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মহম্মদ আব্বাস আফ্রিদি, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়িম আয়ুব, সলমন মির্জা, সুফিয়ান মোকিম।
