আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে থাকবেন কারা?‌ জানিয়ে দিল আইসিসি। আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মধ্যে রয়েছেন চার ভারতীয়। অন্যদিকে বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও দু’জন বাংলাদেশি আম্পায়ার থাকবেন ম্যাচ পরিচালনার জন্য। 


আইসিসি’র প্রকাশিত তালিকায় ২৪ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারির নাম রয়েছে। তবে এখনও সুপার এইট ও নকআউট পর্যায়ের ম্যাচ পরিচালকদের নাম জানানো হয়নি। ভারতীয়দের মধ্যে ম্যাচ রেফারিদের তালিকায় নাম আছে শুধুমাত্র জাভাগল শ্রীনাথের। আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে নীতীন মেনন, জয়রামন মদনগোপাল ও কেএনএ পদ্মনাভন।


প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নেদারল্যান্ডস। সেই ম্যাচের দায়িত্বে কুমার ধর্মসেনা ও ওয়েন নাইটস। ভারতের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। মুম্বইয়ে সেই ম্যাচে আম্পায়ারিং করবেন পল রিফেল ও রড টাকার। ভারত–পাকিস্তান মহারণ ১৫ ফেব্রুয়ারি। সেই ম্যাচের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও কুমার ধর্মসেনা।


সবচেয়ে গুরুত্বপূর্ণ আম্পায়ারের তালিকায় শরফুদ্দৌলা সৈকত ও গাজি সোহেলের নাম থাকা। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলেও সেই দেশের দুই আম্পায়ার থাকছেন বিশ্বকাপে। আর পাকিস্তান থেকে দু’‌জন আম্পায়ার থাকবেন। তারা হলেন রসিদ রিয়াজ ও ফয়সল খান আফ্রিদি।


শ্রীনাথ ছাড়া ম্যাচ রেফারিদের তালিকায় আছেন ডিন কোজিয়ার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মদুগলে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন। বাকি আম্পায়াররা হলেন রোলান্ড ব্লাক, ক্রিস ব্রাউন, ক্রিস গাফানি, আদ্রিয়ান হোলস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, ওয়েন নাইটসরা। 

এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজের ফল এখন ৩–১। শেষ ম্যাচ শনিবার। সেই ম্যাচ খেলতে তিরুঅনন্তপুরমে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। 


ভারতীয় দল সেখানে পৌঁছতেই দেখা গেল এক মজার দৃশ্য। সঞ্জু স্যামসনের রাজ্যে পা দিয়েই তাঁর ব্যক্তিগত দেহরক্ষী হয়ে গেলেন সূর্যকুমার যাদব। 


ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ একটি মজার ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে নেমে টিম বাসের দিকে যাওয়ার সময় অধিনায়ক সূর্য মজা করে সঞ্জুর ব্যক্তিগত দেহরক্ষীর ভূমিকা পালন করছেন। 

বিমানবন্দরে নামার পর দেখা যায়, সঞ্জুর জন্য পথ ফাঁকা করছেন সূর্য। বলছেন, ‘রাস্তা ছাড়ুন, পাশে সরে যান, দয়া করে পথ দিন, কেউ ছবি তুলবেন না, চেট্টাকে (স্যামসনের ডাকনাম) কেউ বিরক্ত করবেন না।’ সূর্যের কাণ্ড দেখে হেসে ফেলেন সঞ্জুও। বেশ খানিকটা লজ্জাও পান তিনি।