আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ ৩২-এ মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ ও জোসে মোরিনহোর বেনফিকা। প্রি-কোয়ার্টার ফাইনালের আগে প্লে-অফ রাউন্ডে আগামী ১৮ ফেব্রুয়ারি দুই লেগের এই নকআউট দ্বৈরথের প্রথম লেগ অনুষ্ঠিত হবে লিসবনের এসতাদিও দা লুজে।
দ্বিতীয় লেগটি হবে ২৫ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে। তবে এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই পারদ চড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
প্লে-অফের এই ম্যাচটি মূলত গত বুধবার দুই দলের মধ্যে হওয়া ম্যাচের পুনরাবৃত্তি। ঘরের মাঠে বেনফিকা দাপটের সঙ্গে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল।
সেই ম্যাচে পর্তুগিজ ক্লাবটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখে খেলা। রিয়ালের বিরুদ্ধে ১২টি শট অন টার্গেটে নেয় বেনফিকা, যা চলতি মরশুমে লস ব্লাঙ্কোসদের অন্যতম দুর্বল পারফরম্যান্স হিসেবে ধরা হচ্ছে।
তবে প্লে-অফের এই দ্বৈরথ বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ, সান্তিয়াগো বার্নাবেউয়ে জোসে মোরিনহোর প্রত্যাবর্তন হতে চলেছে। ২০১০ সালের শুরুর দিকে টানা তিন বছর রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মোরিনহো।
ক্লাবের ইতিহাসে তিনি একজন জনপ্রিয় ও স্মরণীয় ব্যক্তিত্ব। ফলে প্রাক্তন কোচকে ঘরের মাঠে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত রিয়াল সমর্থকরা। প্লে-অফ পর্বের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে চলেছে জোসে মোরিনহোর বেনফিকার এবং তাঁর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের ম্যাচ।
চলতি সপ্তাহে লিগ পর্বের শেষ ম্যাচে লা লিগার এই দলকে ঘরের মাঠে নাকানিচোবানি খাইয়েছে বেনফিকা। ম্যাচের শেষ মিনিটে পৌঁছে প্লে-অফে জায়গা নিশ্চিত করতে তাদের দরকার ছিল মাত্র একটি গোল।
তখনই নাটকীয় মুহূর্তের জন্ম দেয় ম্যাচটি। ন’জনের রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বেনফিকা যেখানে ৩–২ ব্যবধানে এগিয়ে ছিল, সেই সময় গোলরক্ষক আনাতোলি ত্রুবিন হেড করে বল জালে পাঠান।
এই পরাজয়ের ফলে আলভারো আরবেলোয়ার দল লিগ তালিকায় নবম স্থানে নেমে যায় এবং তাদের খেলতে হবে অতিরিক্ত দুটি প্লে-অফ ম্যাচ।
এর আগে ইউরোপীয় প্রতিযোগিতায় এই দুই দলের মধ্যে মোট চারবার সাক্ষাৎ হয়েছে। যার মধ্যে তিনটিতেই জয় পেয়েছে বেনফিকা। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক ১৯৬২ সালের ইউরোপিয়ান কাপ ফাইনাল।
ফলে ইউরোপের ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফের একবার নিজের প্রাক্তন ক্লাবকে হারানোর সুযোগ পাচ্ছেন জোসে মোরিনহো।
