আজকাল ওয়েবডেস্ক: পাক ক্রিকেটে দুঃসময় চলছেই। একের পর এক টুর্নামেন্টে হার। এবার এক পাক ক্রিকেটারের সদ্যোজাত কন্যা মারা গেল।
সোশ্যাল মিডিয়ায় কন্যার মৃত্যু সংবাদ জানিয়েছেন পাক অলরাউন্ডার আমির জামাল। তবে ঠিক কী কারণে কন্যার মৃত্যু হয়েছে, তা জানাননি পাক ক্রিকেটার।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন জামাল। তাতে দেখা যাচ্ছে, তাঁর হাতের একটি আঙুল মুঠো করে ধরে রেখেছে সদ্যোজাত কন্যা। হৃদয়বিদারক সেই ছবির সঙ্গে জামাল লিখেছেন, ‘আল্লা, আল্লা। আমার ছোট্ট পরী, আমি আর তোমাকে ধরে রাখতে পারলাম না। তুমি যেন স্বর্গের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত থাকো।’ তিনি আরও লিখেছেন, ‘বাবা এবং মা সব সময় তোমার অভাব অনুভব করবে।’ তবে সদ্যোজাত মেয়ের মৃত্যুর কারণ জানাননি পাক অলরাউন্ডার। কবে এই দুর্ঘটনা ঘটেছে, তা–ও জানাননি।
আরও পড়ুন: ভারতে দল পাঠাবে না, জুনিয়র বিশ্বকাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান
সোশ্যাল মিডিয়ায় জামালের এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে ক্রিকেটমহলে। জামালকে সমবেদনা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের বহু প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার। এক দিনের বিশ্বকাপ খেলতে ব্যস্ত মহিলা ক্রিকেটাররাও জামাল এবং তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে আটটি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং ছ’টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন জামাল। পাক জোরে বোলারের ব্যাটের হাতও বেশ ভাল। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন। পাকিস্তানের অন্যতম প্রতিভাবান অলরাউন্ডার হিসাবে বিবেচনা করা হয় জামালকে। সেই জামালের জীবনেই এখন শোকের ছায়া।
