আজকাল ওয়েবডেস্ক: আট বছর পরে আবার ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক দেশ হিসেবে গ্র্যান্ড উদ্বোধনের প্রস্তুতি নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে কাঠি পড়বে। তার আগে পাকিস্তানের বায়ুসেনার একটি এয়ার শোয়ের বন্দোবস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের আগে 'শের দিল' এয়ার শো উপহার দেবে পাকিস্তানের বায়ুসেনা। প্রধান অতিথি হিসেবে থাকবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। কয়েকদিন আগে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলকে আমন্ত্রণ জানানো হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বন্দোবস্ত করতে পেরে তৃপ্ত পিসিবির প্রধান মহসিন নাকভি। ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। তাই সকলেই উত্তেজিত। মহসিন নাকভি বলেন, 'পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পুরোপুরি তৈরি। দলগুলোকে আন্তর্জাতিক মানের পরিষেবা এবং সুযোগ সুবিধা দেওয়া হবে। ফ্যানদেরও সমস্ত পরিষেবা দেওয়া হবে। দীর্ঘ ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা পাকিস্তানের জন্য গর্বের। চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠুভাবে আয়োজন করে আমরা সেই মর্যাদা রাখব।' বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। বাবর আজমের দিকে সবার নজর থাকবে। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে সাফল্য পাননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় তাঁর কাঁধে অনেক দায়িত্ব। পারবেন কি তার শুরুটা ভাল করতে?
