আজকাল ওয়েবডেস্ক: বিয়ে করলেন টোকিয়ো অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। রবিবার সমাজমাধ্যমে নিজেই সেই ছবি প্রকাশ করেছেন নীরজ। পাত্রীর নাম হিমানি। বিয়ে নিয়ে এর বেশি কিছুই জানাননি তিনি। আচমকা নীরজের বিয়ের ছবি দেখে চমকে গিয়েছেন তাঁর ভক্তরা। 

সমাজমাধ্যমে নীরজ লিখেছেন, ''পরিবারের সঙ্গে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।'' তিনি আরও লিখেছেন, ''সকলের আশীর্বাদের ফলে আজ এই মুহূর্তে এসে পৌঁছেছি।'' একটি ছবিতে দেখা যাচ্ছে নীরজ এবং হিমানী বিয়ের মন্ত্র পাঠ করছেন। অন্য একটিতে দেখা যাচ্ছে, মায়ের থেকে আশীর্বাদ নিচ্ছেন নীরজ।

 

?ref_src=twsrc%5Etfw">January 19, 2025

নীরজ যে বিয়ে করতে চলেছেন, সেই খবর ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। উপস্থিত ছিলেন দুই পরিবারের লোকজন। হাল্কা গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন পাত্র নীরজ। হিমানিও পরেছিলেন হাল্কা গোলাপি রঙের পোশাক। নতুন জীবন শুরু করলেন তিনি।