আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিয়ান প্রেমিকাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল। সেই আগুনেই ঝলসে মারা গেল কেনিয়ার যুবক। প্যারিসে অলিম্পিক অংশ নেওয়া রেবেকা চেপতেগেইয়ে গত সপ্তাহে আগুনে ঝলসে মারা যান। এই অ্যাথলিটকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এবার প্রকাশ্যে এল তাঁর প্রেমিকও আগুনে পুড়ে মারা গেছেন।
প্যারিস অলিম্পিকে ম্যারাথনে অংশ নিয়েছিলেন রেবেকা। তবে তিনি শেষ করেছিলেন ৪৪ তম স্থানে। বাড়ি উগান্ডায় হলেও তিনি থাকতেন কেনিয়ায়। প্যারিস অলিম্পিক শেষে কেনিয়ায় ফিরে এসেছিলেন তিনি। তার কিছু দিন পরেই আগুনে ঝলসে মারা যান তিনি। তাঁর প্রেমিক ডিকসন এনডিয়েমা পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেন। এই ঘটনাটি ঘটে গত রবিবার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেবেকার মৃত্যু হয়। কেনিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রেমিকের সঙ্গে রেবেকার তুমুল ঝগড়া হয়েছিল। তার পিছনে ছিল জমি সংক্রান্ত সমস্যা। ঘরের মধ্যেই প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন ডিকসন। সেই আগুনে নিজেও খানিকটা ঝলসে গিয়েছিলেন তিনি। রেবেকার সঙ্গে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ডিকসনকেও। ঝলসে যাওয়ায় তাঁর শরীরেও ছিল গুরুতর আঘাত। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মারা যান ডিকসন। প্রেমিকার মৃত্যুর চারদিনের মধ্যেই মারা গেলেন প্রেমিক।
