আজকাল ওয়েবডেস্ক: পঞ্চম তথা শেষ টেস্টে নামার আগে চিন্তায় ভারতীয় শিবির। কপালে ভাঁজ গৌতম গম্ভীরের। কারণ পাঁচ নম্বর স্পট। চোটের জন্য নেই ঋষভ পন্থ। তাঁর জায়গায় খেলবেন ধ্রুব জুরেল। কিন্তু পাঁচ নম্বরে কে খেলবে সেই নিয়ে চিন্তিত টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ক। প্রধান পিচের পাশে দাঁড়িয়ে আলোচনা করতে দেখা যায় গৌতম গম্ভীর এবং শীতাংশু কোটাককে। তখন নেটে ব্যাট করছিলেন ধ্রুব জুরেল। তাঁদের কড়া নজর ছিল উইকেটকিপার ব্যাটারের দিকে। মঙ্গলবারের গণ্ডগোলের পরও থামেননি ওভালের পিচ কিউরেটর। গম্ভীরদের পিচ থেকে দূরে সরে যেতে বলেন লি ফোর্টিস। যদিও তাতে কর্ণপাত করেননি ভারতীয় কোচিং স্টাফের ত্রয়ী। আলোচনা চালিয়ে যান।
পাঁচ নম্বরে ঋষভ পন্থের অনবদ্য পারফরম্যান্স দলের কম্বিনেশনে পরিবর্তন করার সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। যার ফলে দলের প্রয়োজন অনুযায়ী একজন বাড়তি বোলার বা অলরাউন্ডারকে খেলানোর সুযোগ ছিল। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলানো হয় শার্দূল ঠাকুরকে। যদিও তাঁর বোলিংয়ে ভরসা দেখাননি শুভমন গিল। ম্যাঞ্চেস্টারে তাঁকে খুব একটা বল করতে দেখা যায়নি। যার ফলে কুলদীপ যাদবকে খেলানোর সম্ভাবনা বাড়ছে। কিন্তু ব্যাটিং দক্ষতার জন্য অগ্রাধিকার পায় রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। একই কারণে হয়ত ওভালে খুলে যেতে পারে শার্দূলের ভাগ্য। আরও একটি ম্যাচ পেতে পারেন মুম্বইয়ের অলরাউন্ডার। এবার ইংল্যান্ডের মাটিতে হয়ত নামা হবে না চায়নাম্যানের।
পন্থের অনুপস্থিতি কুলদীপের বিরুদ্ধে যেতে পারে। আগের দিন ধ্রুব জুরেল বেশ কিছুক্ষণ নেটে ব্যাট করলেও, খুব স্বচ্ছন্দে ছিলেন না। তবে কোটাক জানান, তাঁর উইকেটকিপিং নিয়ে তাঁরা চিন্তিত নয়। কারণ শেষ দুই টেস্টে উইকেটের পেছনে যথেষ্ট সময় কাটান জুরেল। আসল চিন্তা ব্যাটিং নিয়ে। তাঁকে পাঁচ নম্বরে নামানো যায় কিনা, সেটাই চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের। তবে এই লড়াইয়ে ঢুকে পড়েছেন ওয়াশিংটন সুন্দরও। ম্যাঞ্চেস্টারে ম্যাচ বাঁচানো শতরানের পর তাঁর কথাও ভাবা হতে পারে। দ্বিতীয় টেস্ট থেকে আট নম্বরে ব্যাট করছেন ভারতীয় অলরাউন্ডার। তাঁকে প্রমোট করা হলে সেই পজিশন ফাঁকা হয়ে যাবে। অলরাউন্ডারদের পাঁচ নম্বর থেকে নামাবেন, নাকি ফেরাবেন করুণ নায়ারকে? এই সিদ্ধান্ত নিতে হবে গম্ভীর এবং গিলকে। পরিস্থিতি অনুযায়ী, কামব্যাক বয়ের ফেরার সম্ভাবনাই বেশি। অন্যদিকে যশপ্রীত বুমরার খেলার সম্ভাবনা নেই। অর্শদীপ সিংকে তৈরি থাকতে বলা হয়েছে।
