আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন। শুরু হবে ১২ জানুয়ারি থেকে। তারই প্রস্তুতি হিসেবে ব্রিসবেনে এটিপি টুর্নামেন্টে নামছেন নোভাক জকোভিচ। টুর্নামেন্ট শুরু হবে ২৯ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।
৩৭ বছরের জকোভিচের কোচ এখন অ্যান্ডি মারে। ১১ তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ই লক্ষ্য জোকারের। অলিম্পিকে সোনা পেলেও ২০২৪ সালটা মোটেই ভাল যায়নি জকোভিচের। তাই ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য মরিয়া তিনি। সদ্য অবসর নিয়েছেন নাদাল। ফেডেরার আগেই সরে গেলেন। গোল্ডেন এরার একমাত্র প্রতিনিধি এখন সার্বিয়ান তারকা।
ব্রিসবেনে নামার আগে জকোভিচ বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে ব্রিসবেনে প্রস্তুতি সারতে চাইছি। বেশ উত্তেজিত টুর্নামেন্টে নামার আগে।’ এরপরই তাঁর সংযোজন, ‘বরাবরই অস্ট্রেলিয়ার মানুষের ভালবাসা সমর্থন পেয়েছি। তাই টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখতে চাই।’
অস্ট্রেলিয়ান ওপেন জিতলে এটি জকোভিচের কেরিয়ারের ১০০ তম খেতাব হবে। ওপেন এরায় জকোভিচের আগে শুধু রয়েছেন জিমি কোনর্স (১০৯) ও রজার ফেডেরার (১০৩)।
গতবার সেমিফাইনালে জানিক সিনারের কাছে হেরে যান জোকার। কিন্তু এবার যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি। কোচ আবার এক সময়ের জকোভিচের প্রতিপক্ষ মারে।
এদিকে, ব্রিসবেনে এটিপি টুর্নামেন্টে খেলতে দেখা যাবে নিক কির্ঘিয়সকে। এছাড়া গ্রিগর দিমিত্রভ, হোলগার রুনে, ফ্রান্সিস টিয়াফো, মাতেও বেরাত্তিনিরা খেলবেন। মেয়েদের মধ্যে খেলতে দেখা যাবে শীর্ষবাছাই সাবালেঙ্কাকে। এছাড়া খেলবেন জেসিকা পেগুলা, এমা নাভারো, দারিয়া কাতাসকিনা, ভিক্টোরিয়া আজারেঙ্কারা।
