আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ফরম্যাট থেকে বিরাট কোহলির অবসর। বিস্মিত ক্রীড়াদুনিয়া। কোহলির অবসর গ্রহণের প্রায় সঙ্গে সঙ্গেই প্রাক্তন ক্রিকেটারদের শ্রদ্ধার্ঘ বর্ষিত হতে শুরু করে। 

টেনিসের মহাতারকা নোভাক জকোভিচ দুটো শব্দে কোহলিকে শ্রদ্ধা নিবেদন করেন। জকোভিচ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'ইনক্রেডিবল ইনিংস'।  অর্থাৎ অবিশ্বাস্য ইনিংস। 

কোহলি ও জোকারের মধ্যে বন্ধুত্বের কথা এখন সবারই জানা। অতীতে সার্বিয়ান গ্রেট সম্পর্কে কোহলি বলেছিলেন, জকোভিচের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখতে দেখতে মনে হয়েছিল ওকে মেসেজ করে দেখি। মেসেজ করতে গিয়ে কোহলি নিজেই অবাক হয়ে যান। 

Djokovic Kohli

তিনি দেখেন জোকার অনেক আগেই তাঁকে মেসেজ করে রেখেছেন। সেই মেসেজ কোনওদিন খুলেও দেখেননি কোহলি। প্রথমটায় বিরাট বুঝতে পারেননি অ্যাকাউন্টটা ভুয়ো কিনা। পরে ভাল করে দেখেন ওটা জোকারেরই অ্যাকাউন্ট। শুরু হয় দু'জনের আলাপচারিতা। ওয়ানডে ফরম্যাটে ৫০-তম সেঞ্চুরির পরেও জকোভিচ অভিনন্দন জানিয়েছিলেন কোহলিকে।

টেস্ট ক্রিকেট থেকে অবসরের পরে জোকার ফের মেসেজ করলেন। এমন অবিশ্বাস্য এক ইনিংসের প্রশংসা তো করবেনই।