আজকাল ওয়েবডেস্ক: সবাই বলছিলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জশপ্রীত বুমরাহ পঞ্চম টেস্টে নামেননি। তিনি না থাকায় ভারতের বোলিং লাইন আপে রক্তাল্পতা। সোমবার ওভাল টেস্টের পঞ্চমদিন। সেদিন জানা গেল, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নয়, বুম বুম বুমরাহকে ওভাল টেস্ট থেকে ছিটকে দিয়েছে চোট। 

হাঁটুর চোটের জন্যই বুমরাহকে ছাড়া পঞ্চম টেস্টে নেমেছে ভারত। সেই দলে মহম্মদ সিরাজ একাই লাইটহাউজ। আলো দেখাচ্ছেন তিনি। কিন্তু বুমরাহর চোট নিয়ে আপডেট এত দেরিতে এল কেন? ৩১ জুলাই বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে বুমরাহকে দলে রাখা হয়নি। সেই সময়ে কিন্তু বুমরাহর চোটের কথা জানানো হয়নি। এদিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা বলেন, ''দুর্ভাগ্যবশত বুমরাহ হাঁটুর চোটে ভুগছে। ভাল জিনিস যেটা, সেটা হল বুমরাহর অস্ত্রোপচারের আর দরকার হচ্ছে না। বুমরাহর স্ক্যান রিপোর্টের অপেক্ষায় বিসিসিআই-এর মেডিক্যাল টিম।'' 

আরও পড়ুন: পঞ্চম দিন প্রয়োজনে ব্যাট হাতে নামবেন ওকস? বড় আপডেট দিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার...

৩১ বছর বয়সী স্পিডস্টার এবার রিহ্যাব করবেন। কিন্তু বারংবার চোটের কবলে পড়ছেন কেন? শেষ টেস্টে বুমরাহর অভাব অনুভূত হচ্ছে। এই চোট পাওয়ার ফলে এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হয়তো অনিশ্চিত হয়ে পড়লেন বুমরাহ। 

Jasprit Bumrah jogs during practice, England vs India, 4th Test, Manchester, July 21, 2025

বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বর্তমানে ভারতীয় ক্রিকেটে আলোচ্য বিষয়। তাঁর মান এবং এক্স ফ্যাক্টরের কথা মাথায় রেখে তারকা পেসারের প্রতি অতিরিক্ত যত্নশীল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যার ফলে বুমরাহকে তিন টেস্টে খেলানোর পরিকল্পনা অব্যাহত রাখা হয়। ম্যানচেস্টার টেস্টে খেলায় ওভালে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। এখন সেটাই বলা হচ্ছে তাঁর চোট রয়েছে। 

গ্রিন টপ উইকেটে বুমরাহ ম্যাজিক মিস করছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে সমর্থন গ্লেন ম্যাকগ্রার। বর্তমানে চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনের ডিরেক্টর তিনি। ম্যাকগ্রা বলেন, ''বুমরাহ ম্যাচ উইনার। তাই সবাই চাইবে ও বেশি ম্যাচ খেলুক। কিন্তু সেটা কঠিন। কারণ ওর বোলিং স্টাইল অভিনব। অন্যান্য ফাস্ট বোলারদের তুলনায় ও নিজের শরীরের ওপর বেশি জোর দেয়। অস্ট্রেলিয়ায় কঠিন ম্যাচে বুমরাহ খেলেছে। কিন্তু পরপর ম্যাচ খেলায় চোটের কবলে পড়ে। অনেক কিছু অধিনায়কের ওপর নির্ভর করে। সবচেয়ে বেশি ওর নিজের ওপর। ও নিজে কতটা করতে পারবে মনে করে, তার উপর।''

India's pace attack at Old Trafford: debutant Anshul Kamboj, Jasprit Bumrah and Mohammed Siraj, England vs India, 4th Test, Manchester, 1st day, July 23, 2025

ম্যানচেস্টার টেস্টে দুই ইনিংসে বল করতে হয়নি বুমরাহকে। তবে এক ইনিংসে ৩৩ ওভার বল করেন তারকা পেসার। তাঁকে দিয়ে কি আরও কম ওভার বল করানো উচিত ছিল? উত্তরে ম্যাকগ্রা বলেন, ''সবাই দলের সেরা বোলারকে দিয়ে লম্বা স্পেল বল করাতে চায়। ও নিজেও নিশ্চয়ই সেটাই চায়। বুমরাহ শর্ট স্পেলে বল করলে, ব্যাটিং দল সেটা সামলে নিতে পারবে। ভারতের আরও কয়েকজন ভাল ফাস্ট বোলার দরকার, যাতে বুমরাহকে লম্বা স্পেলে বল না করতে হয়। এমন আরও কয়েকজন ফাস্ট বোলার চাই যারা ওয়ার্কলোড ভাগ করে নিতে পারবে।'' 

অস্ট্রেলিয়ার তারকা পেসার মনে করেন, সঠিক পদ্ধতিতে অফ সিজন না হলে, তার প্রভাব শরীরের উপর পড়বেই। অন্তত দু'মাসের সম্পূর্ণ বিরতির প্রয়োজন। আজকাল ক্রিকেট সারা বছর ধরে চলে। অনেকেই টানা খেলার মধ্যে থাকে। তাই বেশিদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার সুযোগ পায় না। এই প্রসঙ্গে ম্যাকগ্রা বলেন, ''একজন ফাস্ট বোলারের জন্য অফ সিজন খুবই গুরুত্বপূর্ণ। সারা বছর ধরে খেললে, এমন হতে বাধ্য। এটাই এই খেলার নিয়ম। ভাল বোলিং অ্যাকশন, মাঠের বাইরের প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। এক আধজন আলাদা হতেই পারে। তবে সাধারণত ৯৯.৯% ফাস্ট বোলারদের ভাল অফ সিজন দরকার।''

আরও পড়ুন: নকল রাগ দেখিয়ে খবরে সিরাজ, 'যতটা দেখায় সবটা সত্যি নয়', খুল্লমখুল্লা ইংল্যান্ড তারকা