আজকাল ওয়েবডেস্ক: আচমকা সমালোচনার মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং সম্প্রচারকারী চ্যানেল। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজকে গুরুত্ব না দিয়ে, ভারতকে প্রাধান্য দেওয়ায় কটাক্ষ করা হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে। এমনই জানান পাকিস্তানের হেড কোচ জেসন গিলেসপি। ২০০২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম একদিনের সিরিজ জেতে পাকিস্তান। কিন্তু সিরিজের প্রচার ঠিকমতো না হওয়ার হতাশা প্রকাশ করলেন পাকিস্তান কোচ। গিলেসপি বলেন, 'সত্যি বলতে, আমাদের একদিনের সিরিজের কোনও প্রচার করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। যা দেখে আমি অবাক। বোঝাই যাচ্ছে ভারতের বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির প্রচারে ব্যস্ত ক্রিকেট অস্ট্রেলিয়া।' বেশ কয়েকদিন আগে থেকেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দামামা বেজে গিয়েছে। আসন্ন সিরিজ নিয়ে আলোচনা শুরু করে দেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ায় টানা তৃতীয়বার সিরিজ জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে। এর আগে পরপর দু'বার ক্যাঙ্গারুদের দেশে সিরিজ জেতে টিম ইন্ডিয়া। প্রথমবার ২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে। দ্বিতীয়বার ২০২০-২১ মরশুমে অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে। এবার তৃতীয় অধিনায়ক হিসেবে এই নজির গড়ার চ্যালেঞ্জ রোহিত শর্মার সামনে। যদিও এবারের লড়াইটা সহজ হবে না। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ সিরিজ হেরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। তারওপর দলের দুই স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মা ফর্মে নেই। আতশকাঁচের নীচে গৌতম গম্ভীরও। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ। ২২ নভেম্বর পারথে শুরু প্রথম টেস্ট। ৬ থেকে ১০ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দিনরাতের টেস্ট। ১৪-১৮ ডিসেম্বর তৃতীয় টেস্ট ব্রিসবেনে। তারপর ২৬-৩০ ডিসেম্বর এমসিজিতে বক্সিং ডে টেস্ট। ৩ জানুয়ারি শুরু তৃতীয় তথা শেষ টেস্ট।
