আজকাল ওয়েবডেস্ক:‌ পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। মৃত কমপক্ষে ২৬ পর্যটক। মৃতদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা। ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা আসছে সমাজের সব ক্ষেত্রে থেকেই। ব্যতিক্রম নয় ক্রিকেট মহল। টিম ইন্ডিয়ার বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা এই হামলার তীব্র নিন্দা করেছেন।
আইপিএলে বুধবার রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। খেলা হবে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।


২৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সমবেদনা জানাবেন দুই দলের ক্রিকেটাররা। ম্যাচে থাকবে না কোনও চিয়ারলিডার। ফাটবে না আতসবাজি। দুই দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। অনফিল্ড আম্পায়াররাও তাই। খেলার আগে মৃতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হবে।


এই ম্যাচের আয়োজক হায়দরাবাদ ফ্রাঞ্চাইজি। তারা সিদ্ধান্ত নিয়েছে এই ম্যাচে কোনও চিয়ারলিডার থাকবে না। ফাটবে না আতসবাজি। দুই দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। অনফিল্ড আম্পায়াররাও পরবেন কালো আর্মব্যান্ড। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে মৃতদের স্মৃতির উদ্দেশে। হায়দরাবাদ ফ্রাঞ্চাইজির পাশাপাশি এই সিদ্ধান্ত বিসিসিআইয়েরও। 


প্রসঙ্গত, দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে মঙ্গলবার। হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর–ই–তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। ঘটনার প্রতিবাদে কাশ্মীর জুড়ে বুধবার বন্‌ধ পালিত হচ্ছে।