আজকাল ওয়েবডেস্ক: কেপটাউনে বিশাল নো বল করলেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জ্যানসেন। তাঁর নো বল দেখে ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে ফিরল মহম্মদ আমিরের স্পট ফিক্সিং কেলেঙ্কারি।

২০১০ সালে লর্ডসে স্পট ফিক্সিং কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিল মহম্মদ আমির, সলমন বাট এবং মহম্মদ আসিফের নাম। সেবার মহম্মদ আমির এরকমই এক নো বল করেছিলেন।

কেপটাউনে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে জ্যানসেন তাঁর প্রথম ওভারেই নো বল করে বসেন। উল্টোদিকে ব্যাট করছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।

ক্যামেরায় ধরা পড়ে জ্যানসেনের পা অনেকটাই বাইরে। প্রোটিয়া পেসারের নো বলের পরই পনেরো বছর আগের স্পট ফিক্সিং কাণ্ডের স্মৃতি ফেরে ক্রিকেট মাঠে। বিতর্কে জড়িয়ে পড়েন প্রোটিয়া তারকা। এর আগে মার্কো জ্যানসেন ব্যাট হাতে ৫৪ বলে ৬২ রান করেন। আটটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল তাঁর ইনিংসে।

এদিকে রায়ান রিকেলটন ২৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সেঞ্চুরি করেন বাভুমা (১০৬) ও কাইল ভারেনও (১০০)। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৬১৫ রানে। কিন্তু মার্কো জ্যানসেনের ওই নো বল ফিরিয়ে আনল স্পট ফিক্সিং কাণ্ডের ভূত। বিতর্কে জড়িয়ে পড়লেন প্রোটিয়া বোলার।