আজকাল ওয়েবডেস্ক: আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে একমাত্র ভারতীয় নীতিন মেনন। মঙ্গলবার আইসিসির এলিট প্যানেল আম্পায়ারদের তালিকা ঘোষণা হয়। এই দলে যোগ দেন দক্ষিণ আফ্রিকার আলাহুদিয়েন পালেকার এবং ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। কিন্তু ভারতীয় আম্পায়ারদের মধ্যে একমাত্র রয়েছেন নীতিন। বিশ্বে সেরা ম্যাচ অফিসিয়ালদের মধ্যে নিজেকে আরও একবার প্রতিষ্ঠিত করলেন নীতিন। রিচার্ড ইলিংওয়ার্থের পর দ্বিতীয় স্থানে রয়েছেন মেনন। লাইনআপে পরিবর্তন হওয়া সত্ত্বেও নিজের স্থান ধরে রেখেছেন ভারতীয় আম্পায়ার। 

মাইকেল গঘ এবং জোয়েল উইলসনের জায়গায় এসেছেন পালেকর এবং ওয়ার্ফ। নতুনদের স্বাগত জানান জয় শাহ। তিনি বলেন, 'এলিট আম্পায়ার হওয়ার সঙ্গে একটা আলাদা চাপ থাকে। তবে আমার বিশ্বাস আলাহুদিয়েন এবং ওয়ার্ফের সেই টেম্পরমেন্ট এবং অভিজ্ঞতা রয়েছে। আইসিসির পক্ষ থেকে ওদের জন্য শুভ কামনা রইল।' প্রাক্তন প্রথম শ্রেণীর ক্রিকেটার পালেকার। এই সাফল্যের জন্য নিজের মেন্টর, পরিবারকে ধন্যবাদ জানান।