আজকাল ওয়েবডেস্ক: ঘরে ফেরার গান শুনে ব্রাজিলে ফিরেছেন নেইমার। ছেলেবেলার ক্লাব স্যান্টোস, সেই ঐতিহাসিক ক্লাবই নেইমারের নতুন ঠিকানা। নেইমারকে ঘিরে আবেগের বিস্ফোরণ স্যান্টোসে। এহেন নেইমারই কি ফের ফিরবেন বার্সেলোনায়? কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া নেইমারের পক্ষে ইউরোপে ফেরা কঠিনই। কিন্তু ফ্যাব্রিজিও রোমানো ইঙ্গিত দিচ্ছেন নেইমারের ইউরোপে ফেরার সম্ভাবনা রয়েছে।
রোমানো একটি পোস্ট করেন। তাতে নেইমার এবং ইয়ামালের ছবি। সেই ছবির ক্যাপশনে লেখা ''শেষটা কি তবে বার্সেলোনাতেই? হ্যাঁ বা না।''
এর কয়েক ঘণ্টা পরে আরও একটি পোস্ট করেন রোমানো। নতুন পোস্টে দেখা যায় নেইমার বার্সেলোনার জার্সি পরে অনুশীলন করছেন। সেই ছবির ক্যাপশনে লেখা, ''বার্সেলোনার জন্য অপেক্ষা করতে রাজি নেইমার। ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিতে চান।''
এদিকে রেডিও কোপে নেইমারের দলবদল নিয়ে আলোচনায় যোগ দেন একাধিক ক্রীড়া সাংবাদিক। নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে কথাবার্তা হয়। খবরটা যে গুজব নয়, তা বোঝা যায় তাদের আলোচনাতেই।
মেসি, সুয়ারেজের সঙ্গে নেইমার ত্রিফলা তৈরি করেছিলেন বার্সায়। বার্সা ছেড়ে প্যারিস সাঁ জাঁয় গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। সেখান থেকে সৌদি আরব হয়ে এখন স্যান্টোসে নেইমার।
স্যান্টোসের সঙ্গে নেইমারের ছ'মাসের চুক্তি নেইমারের। আরও এক বছর স্থায়িত্ব বাড়াতেই পারেন নেইমার। বার্সার জার্সিতেই যদি নেইমার শেষ করতে চান? সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না কেউই।
