আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের হয়ে ২০২৩ সালের অক্টোবরে শেষবার তাঁকে দেখা গিয়েছে। এরপরই চোটের কবলে পড়েন নেইমার। প্রায় এক বছর মাঠের বাইরে থাকার পরে আল হিলালের হয়ে ফেরেন ব্রাজিলীয় সুপারস্টার। মাঠে ফিরলেও ফের চোটের কবলে পড়েন নেইমার। সেই নেইমার জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপই শেষ তাঁর। ব্রাজিলীয় সুপারস্টার বলছেন, ''২০২৬ বিশ্বকাপ খেলার চেষ্টা করব। এটাই আমার শেষ বিশ্বকাপ। শেষ সুযোগ আমার কাছে। বিশ্বকাপ খেলার আমি চেষ্টা করব।''
নিজের শেষ বিশ্বকাপের সঙ্গে সঙ্গে নেইমার যা বলেছেন, তাতে খুশি হতে পারেন ফুটবলপ্রেমীরা। বার্সেলোনায় থাকার সময়ে মেসি, নেইমার ও সুয়ারেজ ত্রিফলা প্রতিপক্ষকে মাটি ধরাত। সেই তিনজনকে কি একসঙ্গে দেখা যাবে? মেসি-সুয়ারেজ একসঙ্গে ইন্টার মায়ামিতে খেলেন। নেইমার সৌদি আরবে। ব্রাজিলীয় তারকা বলছেন, ''তিনজনকে একসঙ্গে খেলতে দেখা যেতেই পারে। ফুটবল তো বিস্ময়ে ভরপুর।''
মেসি, নেইমার ও সুয়ারেজ বার্সাকে ট্রেবল এনে দিয়েছিলেন। ২০১৭-য় নেইমার পিএসজিতে যান।
সুয়ারেজ বার্সা ছাড়েন ২০২০-ত। পরের বছরই মেসি ছাড়েন তাঁর প্রাণের বার্সেলোনা। নেইমার বলছেন, ''মেসি ও সুয়ারেজের সঙ্গে ফের খেলতে পারাটা অবিশ্বাস্য ব্যাপার হবে। ওরা আমার বন্ধু। এখনও আমাদের কথা হয়। পুরনো ত্রিফলা পুনরুজ্জীবিত করাটা দারুণ এক ব্যাপার হবে।''
