আজকাল ওয়েবডেস্ক: রক্তাক্ত রাচীন রবীন্দ্র। টাওয়েলে মুখ ঢেকে মাঠ ছাড়লেন তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন এই কিউয়ি তারকা। সেই রাচীন রবীন্দ্রই পাকিস্তানের মাঠে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হলেন।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে এমনই ঘটনা ঘটল। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন রাচীন রবীন্দ্র। নৈশালোকে বলের গতিপথ দেখা তাঁর পক্ষে কঠিন ছিল। খুশদিল শাহের ক্যাচ ধরতে গিয়ে রক্তাক্ত রাচীন রবীন্দ্রকে মাঠের বাইরে যেতে হয়।
খুশদিল শাহের মারা বল সরাসরি আছড়ে পড়ে রাচীন রবীন্দ্রর কপালে। কপাল থেকে রক্ত ঝরতে থাকে। দর্শকরা আশঙ্কিত হয়ে পড়েন।
রাচীন রবীন্দ্রর কপালে বল আছড়ে পড়ার পরে চিকিৎসকরা মাঠে শুশ্রুষা শুরু করেন। কপালে ব্যান্ডেজ বেঁধে রক্ত থামানোর চেষ্টা করা হয়। তার পরে টাওয়েল মুখ চেপে মাঠ ছাড়তে দেখা যায় নিউজিল্যান্ডের তারকাকে।
A tough moment on the field for Rachin Ravindra as an attempted catch turned into an unfortunate injury. ????
— FanCode (@FanCode)
Get well soon, Rachin! pic.twitter.com/34dB108tpFTweet by @FanCode
দুর্ভাগ্যজনক এই ঘটনার আগে রবীন্দ্র ১৯ বলে ২৫ রান করেন। নিউজিল্যান্ড ৩৩০ রান তোলে। ম্যাচটা কিউয়িরা জেতে ৭৮ রানে।
