আজকাল ওয়েবডেস্ক: রাচীন রবীন্দ্র ফের সেঞ্চুরি করলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের তারকা রাচীন খেললেন ১০৮ রানের দুর্দান্ত ইনিংস। রাচীনের পাশাপাশি কেন উইলিয়ামসনও এদিন ১০২ রান করেন। জোড়া সেঞ্চুরিতে নিউ জিল্যান্ড ৩৬২ রানের বিশাল রান করে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে রাচীন রবীন্দ্র অষ্টম ব্যাটার যিনি দুটো সেঞ্চুরি করেন এই টুর্নামেন্টে। ক্রিস গেইল, সৌরভ গঙ্গোপাধ্যায়, সইদ আনোয়ার ও শিখর ধাওয়ানদের সঙ্গে এলিট তালিকায় নাম লেখালেন রবীন্দ্র। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভ জোড়া সেঞ্চুরি করেছিলেন। শিখর ধাওয়ান ২০১৫ সালের সংস্করণে দুটো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
চলতি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন রাচীন রবীন্দ্র। দ্বিতীয়টি প্রোটিয়াদের বিরুদ্ধে।
নিউ জিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে রবীন্দ্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক শতরান করলেন। ২০২৩ বিশ্বকাপে রবীন্দ্র চারটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে জোরালো ভাবে তাঁর আর্বিভাব জানান দেন। আইসিসি টুর্নামেন্টে এই ২৪ বছর বয়সেই নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বাধিক সেঞ্চুরি হাঁকান রবীন্দ্র। তাঁর সেঞ্চুরির সংখ্যা পাঁচ। কেন উইলিয়ামসন ও ন্যাথান অ্যাস্টলের শতরানের সংখ্যা তিন।
